বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

রিজার্ভ বেড়ে ৩২.১০ বিলিয়ন ডলার, জানাল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৪৮, ২২ অক্টোবর ২০২৫

রিজার্ভ বেড়ে ৩২.১০ বিলিয়ন ডলার, জানাল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফিরেছে ইতিবাচক গতি। সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২,১০৭.৯১ মিলিয়ন মার্কিন ডলার বা ৩২.১০ বিলিয়ন ডলার। বুধবার (২২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ২১ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ (মোট রিজার্ভ) ছিল ৩২,১০৭.৯১ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রস্তাবিত বিপিএম-৬ (BPM6) হিসাবপদ্ধতি অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ এখন ২৭,৩৫০.৯৩ মিলিয়ন ডলার।

এর আগে ৯ অক্টোবর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১,৯৩৬.৯৪ মিলিয়ন ডলার এবং আইএমএফ পদ্ধতিতে গণনা অনুযায়ী ছিল ২৭,১২১.৮২ মিলিয়ন ডলার। অর্থাৎ, দুই সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ১৭১ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে যে অর্থ পাওয়া যায়, সেটিই নিট বা প্রকৃত রিজার্ভ।

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ বৃদ্ধির এ ধারা দেশের আমদানি সক্ষমতা ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে প্রবাসী আয় বৃদ্ধি, রপ্তানি আয়ের প্রবাহ ও কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ এতে ভূমিকা রাখছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতা তাহের, জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিশ্রম পণ্ডশ্রম হবে
আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে সই করল সরকার
সেন্টমার্টিন ভ্রমণে নতুন সরকারি নির্দেশনা
জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা, আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী, চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি