সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

‘বাংলা ফ্যাক্ট’র তথ্য  

৪৯% এআই কনটেন্টে ৪ রাজনৈতিক দল, সর্বোচ্চ আ.লীগ নিয়ে ৬৮%

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:১৬, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৪৭, ২৩ অক্টোবর ২০২৫

৪৯% এআই কনটেন্টে ৪ রাজনৈতিক দল, সর্বোচ্চ আ.লীগ নিয়ে ৬৮%

কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন বাহিনীকে ঘিরে বেশিরভাগ অপতথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘বাংলা ফ্যাক্ট’।

বুধবার (২২ অক্টোবর) এআই-সৃষ্ট ভিডিওগুলোর বিষয়বস্তু ও রাজনৈতিক ঝোঁক নির্ণয় করা এবং বাংলাদেশের ডিজিটাল পরিসরে এআই-নির্ভর প্রোপাগান্ডার ধরন ও ঝুঁকি অনুধাবন করার উদ্দেশ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট-চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলা ফ্যাক্ট’ ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত— এই তিন মাসে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এআই কনটেন্ট বিশ্লেষণ করে এই তথ্য জানায়।

বাংলা ফ্যাক্ট জানায়, রাজনৈতিক দল, সরকার এবং বাহিনী (পুলিশ ও সেনাবাহিনী) নিয়ে বেশি এআই-সৃষ্ট অপতথ্য ছড়াচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছড়াচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। তবে আওয়ামী লীগকে নিয়ে ছড়িয়ে পড়া অপতথ্যগুলো আওয়ামী লীগের পক্ষে ইতিবাচক প্রচারণা, অপরদিকে আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল ও সরকার নিয়ে ছড়িয়ে পড়া অপতথ্যগুলোর ধরন নেতিবাচক।  

তাদের প্রতিবেদন বলছে, নমুনাগুলোর ৪৯ শতাংশ ভিডিওতে রাজনৈতিক দল সম্পর্কিত কন্টেন্ট পাওয়া গেলেও, সবগুলোই ছিল চারটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ। রাজনৈতিক দলের মধ্যে কনটেন্টের ৬৮ শতাংশ আওয়ামী লীগকেন্দ্রিক, ১৭ শতাংশ বিএনপি, ৯ শতাংশ জামায়াত ও ৬ শতাংশ এনসিপিকে নিয়ে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সম্পর্কিত কনটেন্ট ইতিবাচক, অন্য দলগুলোকে নিয়ে কেবল নেতিবাচক প্রচারণা করা হচ্ছে। সেনাবাহিনী বা পুলিশ, অন্তর্বর্তীকালীন সরকার ও জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত কনটেন্টগুলো প্রধানত নেতিবাচক। এ ছাড়া দুর্ঘটনা ও লৈঙ্গিক অসংবেদনশীল বিষয়ও লক্ষ্য করা গেছে বলে জানায় বংলা ফ্যাক্ট।

প্রতিবেদন বলা হয়েছে, শনাক্তকৃত এআই-সৃষ্ট অপতথ্যগুলো ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) এবং থ্রেডস প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছিল। একাধিক কনটেন্ট একের অধিক প্ল্যাটফর্মে পাওয়া গেছে। এটা অপতথ্যগুলোর প্রচারের বহুমাত্রিক ও সমন্বিত বৈশিষ্ট্যকে তুলে ধরে। বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে ফেসবুকে, সেখানে ৬১টি কনটেন্ট (প্রায় ৮৬ শতাংশ) শনাক্ত করা হয়েছে। এর পরের অবস্থানে রয়েছে টিকটক, যেখানে ৪০টি কনটেন্ট (প্রায় ৫৬ শতাংশ) পাওয়া গেছে। এরপর পর্যায়ক্রমে ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স এবং থ্রেডস প্ল্যাটফর্মে তুলনামূলক কম উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রতিবেদন বলছে, কনটেন্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর বা প্রোপাগান্ডামূলক বার্তা প্রচারে ভিডিও ফরম্যাট সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। স্যাম্পল হিসেবে সংগ্রহ করা ৭১টি কনটেন্টের মধ্যে ৫৭টি ছিল ভিডিও-কেন্দ্রিক এবং ১৪টি ছবি-কেন্দ্রিক।

রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার, জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত কন্টেন্টগুলো বিশ্লেষণ করা দেখা যায় যে, আওয়ামী লীগ ব্যতীত সবাইকে নিয়েই নেতিবাচক প্রচারণা হয়েছে।

পুলিশ ও সেনাবাহিনীকে জড়িয়ে যেসব এআই-সৃষ্ট অপতথ্য ছড়ানো হয়েছে, সেখানে বাহিনী বিষয়ে নেতিবাচক প্রচারণা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে বাংলা ফ্যাক্ট। প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই গণ-অভ্যুত্থানকে জড়িয়ে পুলিশ ও সেনাবাহিনী সম্পর্কিত প্রচারণা দেখা গেছে। যেমন- গত সেপ্টেম্বরে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, এটি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের বিরুদ্ধে সাধারণ জনগণের স্লোগানের ভিডিও। তবে ভিডিওটি ছিল এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।

বাংলা ফ্যাক্ট’র তথ্যমতে, একইরকম নেতিবাচক প্রচারণা লক্ষ্য করা গেছে অন্তর্বর্তীকালীন সরকার, এর প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের নিয়ে। আলোচিত নমুনাগুলোর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত যে ১২টি (প্রায় ১৭ শতাংশ) কনটেন্ট পাওয়া গেছে, তার সবগুলোই নেতিবাচক।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু