চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিং ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে ক্ষোভ জানিয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। তাদের অভিযোগ, সামাজিক মাধ্যমে প্রার্থীদের বিরুদ্ধে ভুয়া পোস্ট, বিকৃত তথ্য ও উস্কানিমূলক মন্তব্য ছড়ানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।