জিম্মি মুক্তির মধ্যে ইসরাইলে ডোনাল্ড ট্রাম্প
প্রকাশ: ১৪:২৬, ১৩ অক্টোবর ২০২৫

ছবি : রয়টার্স
গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চলছে। প্রথম ধাপে মুক্তিপ্রাপ্ত সাতজন ইসরায়েলে প্রবেশ করেছেন। গাজা শান্তি সম্মেলনে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে এরই মধ্যে ইসরাইলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় ১০টার কিছু আগে তিনি ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে ইসরাইলে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার ও ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি।
তেল আবিবে বিমানবন্দরে অবতরণের পর জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং জিম্মিদের কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিবিসি জানিয়েছে, গাজা থেকে দ্বিতীয় ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। তাঁরা ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে, মুক্তি পাওয়া জিম্মিরা হলেন—গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলোন ওহেল, গাই গিলবোয়া-ডালাল।
সূত্র: টাইমস অব ইসরাইল, বিবিসি