বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

হোয়াইটওয়াশের পরও সুখবর: আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি মিরাজ ও হৃদয়ের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯:৩৭, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৪৭, ১৫ অক্টোবর ২০২৫

হোয়াইটওয়াশের পরও সুখবর: আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি মিরাজ ও হৃদয়ের

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের হতাশা নিয়েও বাংলাদেশ দলের জন্য এসেছে একটুখানি সুখবর। আইসিসি র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে উন্নতি করেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার—অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ব্যাটার তাওহিদ হৃদয়।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে মিরাজ এখন ২৪ নম্বরে। আফগানিস্তান সিরিজে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন, সঙ্গে প্রথম ম্যাচে ব্যাট হাতে ৬০ রানও করেন। ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও পাঁচ ধাপ উন্নতি করে এখন তিনি ৬৫তম স্থানে।

অন্যদিকে তাওহিদ হৃদয় তিন ম্যাচে ৫৬, ২৪ ও ৭ রান করে ব্যাটারদের তালিকায় সাত ধাপ এগিয়ে ৪২তম স্থানে উঠেছেন। তবে অবনতি ঘটেছে দলের অন্য সদস্যদের মধ্যে। নাজমুল হোসেন শান্ত নেমে গেছেন ১২ ধাপ, এখন ৪৩তম স্থানে। জাকের আলি ১৭ ধাপ পিছিয়ে ৭৫ নম্বরে এবং তানজিদ হাসান ৯ ধাপ পিছিয়ে এখন ৯৩তম স্থানে রয়েছেন।

বোলারদের তালিকায় উজ্জ্বল পারফরম্যান্সে বড় লাফ দিয়েছেন তানজিম হাসান সাকিব ও তানভির ইসলাম। ২৪ ধাপ এগিয়ে তানজিম এখন ৬৭তম স্থানে, আর তানভির ২৭ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো শীর্ষ একশ’তে প্রবেশ করেছেন—৯৭ নম্বরে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন আফগান স্পিনার রশিদ খান ও পেসার আজমাতুল্লাহ ওমারজাই। তিন ম্যাচে ১১ উইকেট নেওয়া রশিদ পাঁচ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন। ওমারজাই ১৯ ধাপ এগিয়ে এখন ২১তম স্থানে, পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায়ও এক ধাপ উন্নতি করে শীর্ষে স্থান করে নিয়েছেন।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ভারতের শুভমান গিল আগের মতোই শীর্ষে আছেন। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজসেরা হওয়া আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা দ্বিতীয় স্থানে পৌঁছেছেন। তিন ম্যাচে সর্বোচ্চ ২১৩ রান এসেছে তার ব্যাট থেকে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন