বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

পুরুষদের সমান দৈনিক ভাতা ও ট্যুর ফি পাবেন বাংলাদেশের নারী ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৩৭, ১৫ অক্টোবর ২০২৫

পুরুষদের সমান দৈনিক ভাতা ও ট্যুর ফি পাবেন বাংলাদেশের নারী ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেটে লিঙ্গভিত্তিক বৈষম্যের অবসান ঘটাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার থেকে নারী ক্রিকেটাররাও পাবেন পুরুষ ক্রিকেটারদের সমান দৈনিক ভাতা ও ট্যুর ফি—এমনটাই জানিয়েছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

বিগত বছরগুলোতে আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টে একাধিক সাফল্য অর্জন করেও নারী ক্রিকেটাররা আর্থিকভাবে বৈষম্যের শিকার ছিলেন। বেতন, ম্যাচ ফি ও অন্যান্য সুবিধায় দীর্ঘদিন ধরে তারা পিছিয়ে ছিলেন পুরুষদের তুলনায়। তবে সাম্প্রতিক বোর্ড সভায় সেই বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম।

রাজ্জাক জানান, “আমরা চাই নারী ক্রিকেটারদেরও সমান সম্মান দিতে। তাই এখন থেকে ছেলেদের মতোই মেয়েরাও দৈনিক ভাতা ও ট্যুর ফি পাবেন।”

বর্তমানে পুরুষ ক্রিকেটাররা বিদেশ সফরে দৈনিক ভাতা হিসেবে ৭৫ ডলার এবং ট্যুর ফি হিসেবে আরও ৪০ ডলার—মোট ১১৫ ডলার পান। অন্যদিকে নারী ক্রিকেটারদের দেওয়া হতো ৭৫ ডলার। নতুন নীতিমালা অনুযায়ী, নারীরাও সমান পরিমাণ ১১৫ ডলার পাবেন।

বিসিবির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অতীতে তিনি একাধিকবার অভিযোগ করেছিলেন যে, “ছেলেদের মতো আমরা বেতন বা ম্যাচ ফি পাই না। একই পরিশ্রম করেও সমান সম্মান পাই না।”

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এই তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করে লিখেছেন, “বাংলাদেশ ক্রিকেটে লিঙ্গসমতার নতুন যুগ শুরু হলো।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন