১৫ শর্তে তিন এয়ারলাইনসকে হজযাত্রী বহনের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:১৯, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৪৯, ১৫ অক্টোবর ২০২৫

চলতি হজ মৌসুমে হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইনসকে দায়িত্ব দিয়েছে সরকার। হয়রানি ও বিশৃঙ্খলা এড়াতে ১৫টি শর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনসকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ৮ অক্টোবরের প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র হজ (চাঁদ দেখা সাপেক্ষে), আর বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে ১৮ এপ্রিল থেকে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের জন্য নির্ধারিত কোটার ভিত্তিতে তিনটি এয়ারলাইনস যাত্রী পরিবহন করবে।
প্রধান শর্তগুলো—
শুধু ডেডিকেটেড ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা যাবে।
বিজনেস ক্লাসে বাড়তি ভাড়া আদায় নিষিদ্ধ।
ফ্লাইট শিডিউলের খসড়া সাত দিনের মধ্যে সৌদি কর্তৃপক্ষকে পাঠাতে হবে।
অনুমোদিত শিডিউল ৫–৭ জানুয়ারির মধ্যে ওয়েবসাইট ও হজ পোর্টালে প্রকাশ করতে হবে।
উড়োজাহাজে হজবিধি সম্পর্কিত ভিডিও প্রদর্শন বাধ্যতামূলক।
হজযাত্রীদের সঙ্গে বিনয়ী ব্যবহার ও মানসম্মত খাবার পরিবেশন করতে হবে।
টিকিট বাতিল বা যাত্রীর মৃত্যু হলে অর্থ ফেরতের স্পষ্ট নীতি মানতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, কোনো এয়ারলাইনস নির্ধারিত কোটার অতিরিক্ত যাত্রী নিতে পারবে না। নিয়ম লঙ্ঘন করলে তা হজ ব্যবস্থাপনায় অসদাচরণ হিসেবে গণ্য হবে।
হজ নিবন্ধন পরিস্থিতি
সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৬৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৪৩৩ জন, মোট ৩৯ হাজার ০৯৬ জন হজযাত্রী নিবন্ধন করেছেন, যা মোট কোটার এক-তৃতীয়াংশেরও কম। ফলে নিবন্ধনের সময়সীমা ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।