বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

২৮ ঘণ্টা পর মিরপুরের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২৫, ১৫ অক্টোবর ২০২৫

২৮ ঘণ্টা পর মিরপুরের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১৬

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, “গতকাল সকাল ১১টা ৪০ মিনিট থেকে আমরা কাজ শুরু করি। আনোয়ার গার্মেন্টস অংশের আগুন মঙ্গলবারই নিয়ন্ত্রণে আনা যায়। আজ দুপুরে আলম ট্রেডার্স নামে পরিচিত কেমিক্যাল গোডাউনের আগুনও নিয়ন্ত্রণে এসেছে।”

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, “গোডাউনে ৬ থেকে ৭ ধরনের রাসায়নিক পদার্থ ছিল। বর্তমানে ধাপে ধাপে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ চলছে। রাসায়নিকের প্রকৃতি ও পরিমাণ যাচাই করতে কিছুটা সময় লাগবে।”

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই পাশের তৈরি পোশাক কারখানার (গার্মেন্টস) কর্মী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আনলেও এলাকাজুড়ে এখনো জ্বলন্ত রাসায়নিকের ধোঁয়া ভাসছে। স্থানীয়দের অভিযোগ, কেমিক্যাল গোডাউনের কার্যক্রম নিয়ে আগেও উদ্বেগ জানানো হয়েছিল, কিন্তু প্রশাসনিক তৎপরতা দেখা যায়নি।

ফায়ার সার্ভিসের পরবর্তী পদক্ষেপ
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের উৎস এবং রাসায়নিক মজুদের বৈধতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। নিহতদের মরদেহ শনাক্তে ডিএনএ টেস্টের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন