বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

হাসপাতালে গেছেন খালেদা জিয়া

প্রকাশ: ২৩:৩৪, ১৫ অক্টোবর ২০২৫

হাসপাতালে গেছেন খালেদা জিয়া

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। তিনি (খালেদা জিয়া) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানে বাসভবন ফিরোজা থেকে গাড়িতে রওনা দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানান প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

আরও পড়ুন