ভিয়েতনামে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে যাচ্ছে টাইফুন কাজিকি। ঝড় মোকাবিলায় সোমবার থেকেই দেশটির উপকূলীয় এলাকায় হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, স্কুল ও বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি পূর্বাভাসে জানানো হয়েছে, ঝড়টি উত্তর–পূর্ব উপকূলে বিধ্বংসী বাতাস ও জলোচ্ছ্বাস নিয়ে আঘাত হানতে পারে।