বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

ভিয়েতনামে আঘাত হানছে টাইফুন কাজিকি

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৬:২৬, ২৫ আগস্ট ২০২৫

ভিয়েতনামে আঘাত হানছে টাইফুন কাজিকি

ভিয়েতনামে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে যাচ্ছে টাইফুন কাজিকি। ঝড় মোকাবিলায় সোমবার থেকেই দেশটির উপকূলীয় এলাকায় হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, স্কুল ও বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি পূর্বাভাসে জানানো হয়েছে, ঝড়টি উত্তর–পূর্ব উপকূলে বিধ্বংসী বাতাস ও জলোচ্ছ্বাস নিয়ে আঘাত হানতে পারে।

কীভাবে এগোচ্ছে কাজিকি
রবিবার ঝড়টি চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে আঘাত হানে। প্রবল বাতাস ও বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে, রাস্তাঘাট তলিয়ে যায়। এরপর রাতভর ঝড়টি টঙ্কিন উপসাগরে প্রবেশ করে। ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কাজিকির স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ১৬৬ কিলোমিটার, যা ক্যাটাগরি–২ হারিকেনের সমান।

ব্যাপক সরিয়ে নেওয়া ও সতর্কতা
সরকারি সংবাদমাধ্যম জানায়, সোমবার সকাল পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষকে নিম্নাঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। বাসিন্দাদের সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ফাম মিন চিন সতর্ক করে বলেন, ঝড়টি অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধস ঘটাতে পারে।

স্কুল বন্ধ, ফ্লাইট স্থগিত
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মধ্য ভিয়েতনামের দুটি আঞ্চলিক বিমানবন্দর বন্ধ করেছে। ভিয়েতনামের বিভিন্ন এয়ারলাইন ডজনখানেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত করেছে। থানহ হোয়া প্রদেশে দুই দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

জরুরি পদক্ষেপ
সরকার ইতিমধ্যে ৫ লাখ ৮৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা চলাচল নিষিদ্ধ করা হয়েছে, বাঁধ ও বন্যা প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রস্তুত রাখা হয়েছে ৩ লাখ সেনা সদস্য, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমানবাহিনীকে।

কৃষি ও জীবনে হুমকি
তীব্র বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় ধানক্ষেত, খামার ও গ্রামীণ বসতি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কোথাও কোথাও ২০০–৪০০ মিমি বৃষ্টি, আর বিচ্ছিন্ন অঞ্চলে ৬০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

চীনের হাইনান দ্বীপে প্রভাব
হাইনানের জনপ্রিয় পর্যটনশহর সানিয়াতে পর্যটনকেন্দ্র, দোকানপাট ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, গাছ উপড়ে গাড়ির ওপর পড়ছে, মানুষ দাঁড়াতে পারছে না, এমনকি এক বাইক আরোহী গাছের নিচে চাপা পড়েছেন।
সানিয়া রবিবার সকালে লাল সতর্কতা জারি করে, যা চীনের সর্বোচ্চ স্তরের সতর্কবার্তা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: