তিন জেলায় ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত জারি
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০৮:০১, ৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৯:৪৩, ৮ অক্টোবর ২০২৫

আবহাওয়া অধিদপ্তর, ছবি সংগ্রহীত
দেশের তিন জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টার মধ্যে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, সকাল পর্যন্ত রাজশাহী, পাবনা ও বগুড়া জেলায় দক্ষিণ থেকে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো বা দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এই কারণে এই নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে আবহাওয়া অধিদফতরের আরেকটি পূর্বাভাস অনুযায়ী ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে এবং রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।