বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

বৃষ্টি থাকতে পারে আরও দু’তিন দিন

প্রকাশ: ১৩:৫৮, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৫৪, ১০ অক্টোবর ২০২৫

বৃষ্টি থাকতে পারে আরও দু’তিন দিন

বাংলাদেশের বিভিন্ন জেলায় আজ শুক্রবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়, মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় রয়েছে এবং এটি বাংলাদেশের ওপর মোটামুটি শক্তিশালী অবস্থায় আছে। এর প্রভাবে দেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় (তিন দিন) দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

আজ সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা এবং সূর্য দেখা যাচ্ছে না। বৃষ্টির কারণে রাজধানীর কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন থাকায় রাস্তায় লোকজন কম। সে কারণে অতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে না। কিন্তু শ্রমজীবী মানুষ যাদের রাস্তায় নামতে হয়েছে, তাদের বেশ দুর্ভোগ রয়েই গেছে। 

আবহাওয়া অধিদপ্তরের ডিউটি অফিসার মো. হুমায়ুন কবির বলেন, “বৃষ্টির এ ধারা আরও দুই-তিন দিন থাকতে পারে। এরপর আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।”

এদিকে, নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে এবং সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় (আজ সকাল ৬টা পযন্ত) দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে গোপালগঞ্জে, ৫৮ মিলিমিটার। এরপর ঢাকায় বৃষ্টির পরিমান ছিল ৫০ মিলিমিটার। রাজধানীতে সকাল থেকেই আকাশ মেঘলা। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দুপুর ১২টার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের হাওর অঞ্চলের বিভিন্ন স্থান, উত্তরবঙ্গেও আজ বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবেই এ বৃষ্টি। 

আজ রাজধানীতে আরও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা। তিনি বলেন, মেঘের একটি ভারী সেল আছে। এখনো বৃষ্টি হচ্ছে। সেটি শেষ হলে আবার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এখন মৌসুমি বায়ুর চলে যাওয়ার সময়। এ সময় স্বল্প সময়ের জন্য সাধারণত বৃষ্টি হয়। একটানা বৃষ্টি সাধারণত হয় না। আগামী দুয়েক দিনের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তারপর কিছুটা গরম পড়তে পারে। এ মাসের ২০ তারিখের পর আবার একটি লঘুচাপ সেটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ও হতে পারে বলে এ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু