সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

‘ইনহেলার’ থেকেই অর্ধলক্ষাধিক গাড়ির সমান কার্বন নিঃসরণ

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২০:০৭, ৭ অক্টোবর ২০২৫

‘ইনহেলার’ থেকেই অর্ধলক্ষাধিক গাড়ির সমান কার্বন নিঃসরণ

মানুষের শ্বাস-প্রশ্বাস বাঁচাতে তৈরি ইনহেলার এখন নিজেই হয়ে উঠছে জলবায়ুর জন্য হুমকি। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ইনহেলারগুলো থেকে প্রতি বছর যত পরিমাণ কার্বন নির্গত হয়, তা প্রায় ৫ লাখ ৩০ হাজার গাড়ির সমান—সাম্প্রতিক এক গবেষণায় এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউসিএলএ) ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ব্যবহৃত তিন ধরণের ইনহেলারের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, এই যন্ত্রগুলো থেকে মোট ২৪.৯ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্যাস নির্গত হয়েছে। এই গবেষণা সোমবার জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এ প্রকাশিত হয়।

‘পাফার’ সবচেয়ে ক্ষতিকর
সবচেয়ে বেশি দূষণ ঘটাচ্ছে মিটারড-ডোজ ইনহেলার বা ‘পাফার’। এগুলোতে ওষুধ পাঠানো হয় হাইড্রোফ্লুরোঅ্যালকেন নামের গ্যাসের মাধ্যমে, যা একধরনের শক্তিশালী গ্রীনহাউস গ্যাস। এসব ইনহেলারই মোট নির্গমনের ৯৮ শতাংশের জন্য দায়ী।
অন্যদিকে, ড্রাই-পাউডার ও সফট-মিস্ট ইনহেলার তুলনামূলক অনেক পরিবেশবান্ধব—এগুলো কোনো প্রপেলান্ট গ্যাস ছাড়াই কাজ করে।

গবেষক ও পালমোনোলজিস্ট ড. উইলিয়াম ফেল্ডম্যান বলেন,“প্রতি বছর ৫ লক্ষাধিক গাড়ির সমান নির্গমন কেবল ইনহেলার থেকেই আসছে—এটা গুরুতর বিষয়। অথচ এটি খুব সহজেই সমাধানযোগ্য।”
তিনি জানান, খুব কম রোগীরই আসলে পাফার ইনহেলারের প্রয়োজন হয়। শিশু ও দুর্বল বৃদ্ধদের জন্য এটি অপরিহার্য হলেও, বেশিরভাগ রোগী চাইলে বিকল্প ইনহেলার ব্যবহার করতে পারেন।
ড. ফেল্ডম্যানের মতে, যুক্তরাষ্ট্রে পরিবেশবান্ধব ইনহেলার কম ব্যবহারের কারণ মূলত বীমা ও বাজার-সংক্রান্ত প্রতিবন্ধকতা।
‘অ্যালবিউটেরল’-এর ড্রাই-পাউডার সংস্করণ থাকলেও তা অধিকাংশ বীমায় অন্তর্ভুক্ত নয়, ফলে দাম বেশি। ইউরোপে ব্যাপকভাবে ব্যবহৃত ‘বুডেসোনাইড-ফর্মোটেরল’ ড্রাই-পাউডার ইনহেলারটি যুক্তরাষ্ট্রে এখনও পাওয়া যায় না।

তিনি বলেন,“রোগীদের দোষারোপ নয়, বরং নীতিনির্ধারকদের উচিত এই ওষুধগুলোকে টেকসইভাবে সবার নাগালে আনা।”

গবেষণাটির সঙ্গে প্রকাশিত JAMA-এর আরেক মন্তব্যে মিশিগান বিশ্ববিদ্যালয়ের আলেকজান্ডার রাবিনসহ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কম নির্গমনকারী ইনহেলারের দাম যেন সাশ্রয়ী হয়, তা নিশ্চিত করতে হবে।
তারা আশঙ্কা প্রকাশ করেছেন, নতুন কম-দূষণকারী ইনহেলারগুলো যদি কেবল উচ্চমূল্যের ব্র্যান্ড পণ্য হিসেবে বাজারে আসে, তবে বীমাহীন বা নিম্নবীমার রোগীরা পিছিয়ে পড়বেন।
গবেষণাটি দেখাচ্ছে, স্বাস্থ্যসেবার মধ্যেও জলবায়ু পরিবর্তনের দায় লুকিয়ে আছে। ইনহেলারের মতো ক্ষুদ্র যন্ত্রও বিশাল প্রভাব ফেলতে পারে পরিবেশে। তাই চিকিৎসা প্রযুক্তিতে ‘গ্রিন ট্রানজিশন’ এখন সময়ের দাবি—যাতে রোগী ও পৃথিবী দুটোই বাঁচে। সূত্র : আলজাজিরা

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু