নারী শিক্ষার্থীদের জন্য বিনা খরচে কেয়ারগিভিং কোর্স
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৩:০৫, ২১ আগস্ট ২০২৫

বাংলাদেশে নারীদের কর্মসংস্থান ও বিদেশে চাকরির সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে তিন মাস মেয়াদি কেয়ারগিভিং কোর্স, যা সম্পূর্ণ বিনা খরচে করা যাবে। এই কোর্সটি বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, এডিবি (Asian Development Bank) এবং এসআইসিআইপি (Skills for Inclusive and Competitive Industry Project)-এর আওতায় পরিচালিত হবে।
আবেদন করার শর্তাবলি
শুধুমাত্র নারী প্রশিক্ষণার্থীরা আবেদন করতে পারবেন।
কোর্সটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) অনুমোদিত।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।
বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছর।
প্রশিক্ষণের স্থান
১. কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট, বাড়ি-১৩, রোড-৪, ব্লক-এফ, সেক্টর-১, আফতাবনগর, ঢাকা।
২. কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট, কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর, টাঙ্গাইল।
৩. কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট, ৮৬ সিরাজদ্দৌলা রোড, নারায়ণগঞ্জ।
আবেদন প্রক্রিয়া
আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে:
পূর্ণ জীবনবৃত্তান্ত
সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (২০ বছরের কম হলে জন্মসনদ)
আবেদন লিংক: ফর্ম পূরণ করুন
ই-মেইল: sicip.kwtbd@gmail.com
ডাকযোগে: কুমুদিনী, ঢাকা, বাড়ি-১৩, রোড-৪, ব্লক-এফ, আফতাবনগর, ঢাকা।
প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধা
সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ
বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা
মাসিক ৩,০০০ টাকা বৃত্তি
স্বনামধন্য হাসপাতালে ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণ
জাপান, হংকং, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে উচ্চ বেতনের চাকরির সুযোগ
সমাজকাল মনে করে, বাংলাদেশের নারীদের বৈশ্বিক শ্রমবাজারে প্রবেশ এবং দক্ষতা উন্নয়নের জন্য এই প্রশিক্ষণ কার্যক্রম এক নতুন দিগন্ত উন্মোচন করবে।