বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

রাকসু নির্বাচন

শিবির প্যানেলের ৫ বস্তা নাশতা ফেরত পাঠালো নির্বাচন কমিশন

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০২:২৮, ১৪ অক্টোবর ২০২৫

শিবির প্যানেলের ৫ বস্তা নাশতা ফেরত পাঠালো নির্বাচন কমিশন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের পরিচিতি সভায় বিতরণের জন্য আনা খাবার ফেরত পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন।

সোমবার (১৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল ও খালেদা জিয়া হলে অনুষ্ঠিত ওই সভার জন্য প্রায় পাঁচ বস্তা খাবার এনেছিল প্যানেলটি। পরে সেগুলো ফেরত নেওয়ার নির্দেশ দেয় কমিশন। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নির্বাচন কমিশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ছাত্রশিবির–সমর্থিত প্যানেল দুটি হলে পরিচিতি সভার আয়োজন করে। খালেদা জিয়া হলের শিক্ষার্থীদের বসার জন্য তারা বাইরে থেকে চেয়ার ভাড়া করে আনলেও হল প্রশাসন নিজস্ব চেয়ার ব্যবহারের নির্দেশ দেয়।

রাত পৌনে আটটার দিকে সভাস্থলে শিক্ষার্থীদের জন্য স্যান্ডউইচ, চকলেট ও সসসহ প্রায় ৮০০ প্যাকেট খাবার আনা হয়। কিন্তু গেটেই উপস্থিত কমিশনের সদস্য অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ ও অন্যরা খাবার প্রবেশে বাধা দেন এবং পরে তা ফেরত পাঠানো হয়।

এ ঘটনায় নির্বাচন কমিশন ও হল প্রশাসনের বিরুদ্ধে ‘অসহযোগিতা ও পক্ষপাতিত্বের’ অভিযোগ তোলে প্যানেলটি। সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বাবু সাংবাদিকদের বলেন, “আমরা এখন পর্যন্ত নির্বাচনের কোনো আচরণবিধি ভঙ্গ করিনি। কিন্তু আমাদের সভায় চেয়ার ব্যবহার ও খাবার বিতরণে বাধা দেওয়া হয়েছে। অথচ অন্য প্যানেলের আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।”

তিনি আরও বলেন, “আচরণবিধিতে কোথাও বলা নেই যে সভায় অতিথিদের জন্য খাবার পরিবেশন করা যাবে না। এভাবে পক্ষপাতমূলক আচরণ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। এ ব্যাপারে রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “হল পরিদর্শনে গিয়ে দেখি, খালেদা জিয়া হলের গেটে একজন শিক্ষার্থী খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে জানাই, এভাবে খাবার বিতরণ করা যাবে না এবং প্যাকেটগুলো ফেরত নিতে বলি।”

প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, “স্বতন্ত্র প্রার্থীদের হয়তো এমন আয়োজনের সামর্থ্য নেই, কিন্তু জোটবদ্ধ প্রার্থীরা তা করছে- এতে বৈষম্য তৈরি হয়। তাই আমরা চাই, সবার জন্য সমান সুযোগ বজায় থাকুক এবং সবাই আচরণবিধির মধ্যে থেকেই প্রচারণা চালাক।”

তিনি আরও জানান, কমিশন নিয়মিতভাবে হলগুলো ঘুরে দেখছে, যাতে কেউ উপহার বা প্রলোভন দিয়ে ভোটার প্রভাবিত করতে না পারে এবং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু