মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ‘হ্যাজমেট টিম’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৫, ১৫ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছেছে ফায়ার সার্ভিসের বিশেষায়িত ‘হ্যাজমেট টিম’।
ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম জানান, “আমাদের চার সদস্যের হ্যাজমেট টিম প্রয়োজনীয় ইকুইপমেন্ট নিয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেছে।”
হ্যাজমেট টিম মূলত কেমিক্যাল সংক্রান্ত দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে বিপজ্জনক পদার্থের বিস্তার রোধ ও বিশ্লেষণ কার্য সম্পাদন করে।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ
জাহেদ কামাল বলেন, “অনুমোদনহীন গোডাউন গড়ে উঠলে প্রশাসন ও স্থানীয়দের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও আহ্বান জানান, “যথাযথ নিয়ম মেনে যেন কেমিক্যাল গোডাউন স্থাপন করা হয়, সবাইকে সে বিষয়ে সচেতন থাকতে হবে।”
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে শিয়ালবাড়ি এলাকার একটি পোশাক কারখানা ও রাসায়নিক গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে বেলা ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়।
আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের দোতলা ও তিনতলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিচতলার আগুনের তীব্রতা ও ছাদের দরজা তালাবদ্ধ থাকায় অনেকে বের হতে পারেননি, ফলে দোতলা ও তিনতলায় আটকে পুড়ে মারা যান তারা।