বলিউডে শোকের ছায়া
অভিনেত্রী ও নৃত্যশিল্পী মধুমতীর প্রয়াণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৪৪, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৩১, ১৫ অক্টোবর ২০২৫

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মধুমতী আর নেই। তার বয়স হয়েছিল ৮৭ বছর। গত কয়েক দশকে ভারতীয় চলচ্চিত্রে তিনি নাচ ও অভিনয়ে অসামান্য অবদান রেখে গেছেন। এক সময় তাকে হেলেনের সঙ্গে তুলনা করা হত, তার অনবদ্য নৃত্যনৈপুণ্যের জন্য।
১৯৩৮ সালে মহারাষ্ট্রে জন্ম নেওয়া মধুমতী মাত্র ১৯ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন। তার ক্যারিয়ারের শুরু ১৯৫৭ সালে এক অপ্রকাশিত মারাঠি চলচ্চিত্রের মাধ্যমে। ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল আগ্রহ থাকায় তিনি ভরতনাট্যম, কথক, মণিপুরি ও কথাকলি-র মতো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীতে প্রশিক্ষিত ছিলেন। পরবর্তী সময়ে তিনি চলচ্চিত্রের গানে ও নাচে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন।
মধুমতী অভিনয় করেছেন বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে—‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’ এবং ‘মুঝে জিনে দো’-এর মতো সিনেমায় তার অসাধারণ পারফরম্যান্স দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছিল।
মাত্র ১৯ বছর বয়সে তিনি বিয়ে করেন খ্যাতনামা নৃত্যশিল্পী দীপক মনোহরকে। দীপক মনোহর ছিলেন একজন বিধুর ও চার সন্তানের পিতা। মধুমতীর মা শুরুতে এই বিয়েতে আপত্তি জানালেও, মেয়ের অনড় সিদ্ধান্তে অবশেষে বিয়েটি সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে দুজনেই নৃত্য ও শিক্ষার মাধ্যমে বহু শিল্পীকে তৈরি করেছেন।
অভিনেতা বিন্দু দারা সিং সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, "শ্রদ্ধা জানাই আমাদের শিক্ষক ও পথপ্রদর্শক #Madhumati জিকে। ভালোবাসা ও আশীর্বাদে ভরা এক সুন্দর জীবনের ইতি ঘটল আজ।”
তার প্রয়াণে বলিউডের বহু শিল্পী শোক প্রকাশ করেছেন। চলচ্চিত্রজগতের অনেকেই বলেছেন—“মধুমতী শুধু এক নৃত্যশিল্পী ছিলেন না, তিনি ছিলেন এক প্রতিষ্ঠান।”