বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:৪৩, ১৫ অক্টোবর ২০২৫

জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেন

প্রয়াত হলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। আজ ১৫ অক্টোবর ৬৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী অভিনেতা অমিত বহল। টেলিভিশনের স্বর্ণযুগে বি আর চোপড়ার ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে অভিনয় করে যে খ্যাতি তিনি অর্জন করেছিলেন, তা আজও দর্শকমনে অমলিন। 

দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ ধীর। চিকিৎসার পর কিছুটা সুস্থও হয়েছিলেন। কিন্তু কয়েক মাস আগে হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পারবারিক সূত্রে জানা যায়, একাধিক অস্ত্রোপচারের পরও শারীরিক জটিলতা সামলানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে জীবনযুদ্ধের ইতি টানেন এই বর্ষীয়ান শিল্পী।

প্রায় ৫৫ বছরের কর্মজীবনে অগণিত চরিত্রে দেখা গিয়েছে তাকে। ‘সোলজার’, ‘জ়মিন’, ‘আন্দাজ়’, ‘টারজ়ান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো একাধিক হিট ছবিতে তার স্মরণীয় উপস্থিতি রয়েছে। ছোটপর্দাতেও তিনি সমান জনপ্রিয় ছিলেন। সাম্প্রতিক বছরেও তাকে দেখা গিয়েছে স্টার ভারত–এর ধারাবাহিক ‘ধ্রুব তারা’-তে। শুধু অভিনয় নয়, পঙ্কজ ধীর পরিচালনা করেছেন দুটি চলচ্চিত্রও।

‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্‌ অ্যাসোসিয়েশন -এর পক্ষ থেকেও তার মৃত্যুর খবরে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। সহকর্মীরা বলেছেন, “পঙ্কজ ধীর শুধু এক জন অভিনেতা নন, তিনি ছিলেন এক পরামর্শদাতা, একজন দয়ালু মানুষ।” বুধবার বিকেল সাড়ে চারটায় মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে।

ভারতীয় দর্শকের কাছে পঙ্কজ ধীর মানে কর্ণ—সাহসী, সংবেদনশীল, অথচ নিয়তির কাছে পরাজিত এক যোদ্ধা। টেলিভিশনের পর্দায় সেই চরিত্রে তাঁর সংযমী অভিনয় তাকে এনে দিয়েছিল অমরত্ব। আজ তিনি নেই, কিন্তু তার সংলাপ, তার চোখের সেই মমতা, আর ‘মহাভারত’-এর কর্ণের আত্মত্যাগ আজও অগণিত দর্শকের হৃদয়ে বেঁচে থাকবে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন