কারিশমা বনাম প্রিয়া: সঞ্জয়ের ৩০ হাজার কোটির সম্পত্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:০৭, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:১১, ১৫ অক্টোবর ২০২৫

বলিউডের আলোচিত শিল্পপতি সঞ্জয় কাপূরের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে যখন আদালত থেকে শুরু করে সংবাদমাধ্যম পর্যন্ত তুমুল বিতর্ক, ঠিক তখনই প্রয়াত স্বামীকে স্মরণ করে বিশেষ বার্তা দিলেন তার স্ত্রী প্রিয়া কাপূর। আজ, ১৫ অক্টোবর, সঞ্জয়ের জন্মদিন— তার মৃত্যুর পর এটাই প্রথম জন্মদিন, এবং প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রিয়া।
এক বছর আগেও এই দিনটা ছিল উৎসবের— পরিবারের সদস্যদের সঙ্গে বড় করে পালন করা হয়েছিল সঞ্জয়ের ৫০তম জন্মদিন। সেই সব আনন্দময় মুহূর্তগুলোর ছবিমালা জুড়ে একটি ভিডিও ভাগ করে নিলেন প্রিয়া। সেখানে দেখা গিয়েছে তাদের একান্ত পারিবারিক মুহূর্ত থেকে শুরু করে সন্তান, আত্মীয়স্বজন এবং কারিশমা কপূরের দুই সন্তান সামাইরা ও কিয়ানকেও।
ভিডিওর সঙ্গে আবেগমথিত বার্তায় প্রিয়া লেখেন—প্রতি মুহূর্তে বুঝতে পারি, আমার পাশে তুমি দাঁড়িয়ে রয়েছ। বাড়ির প্রতিটা দেওয়াল, হাওয়া, আমাদের ছেলের হাসি-কথা বলা—সবেতেই তোমার উপস্থিতি প্রকট।
প্রিয়া জানিয়েছেন, স্বামী সঞ্জয় শারীরিকভাবে আর পাশে না থাকলেও, তার স্মৃতি ও ভালোবাসা এখনো জীবনের প্রতিটি শ্বাসে মিশে আছে।
তবে এই আবেগঘন পোস্টের মাঝেই কাপূর পরিবারের সম্পত্তি-তরজা আরও জটিল আকার নিয়েছে। অভিযোগ উঠেছে, প্রিয়া কাপূরের বিরুদ্ধে দলিল জাল করার চেষ্টা হয়েছে। কারিশমা কাপূরের সন্তানদের আইনজীবী মহেশ জেঠমালানি আদালতে জানিয়েছেন, সঞ্জয়ের স্বাক্ষরিত সম্পত্তি দলিলে একাধিক অসঙ্গতি রয়েছে।
দলিল অনুযায়ী, কন্যা সামাইরার ঠিকানা ভুলভাবে লেখা হয়েছে এবং পুত্র কিয়ানের নামের বানানেও ত্রুটি পাওয়া গেছে। আইনজীবীর দাবি, এমন নথি সঞ্জয়ের মতো সুস্থ-সবল, ব্যবসায়িকভাবে সচেতন ব্যক্তি কোনোভাবেই তৈরি করতে পারেন না। আদালত বর্তমানে সেই দলিল যাচাই-বাছাই করছে।
সঞ্জয়ের আকস্মিক মৃত্যুর পর থেকেই কাপূর পরিবারে সম্পর্কের টানাপোড়েন তীব্র হয়েছে। একদিকে প্রিয়া নিজের নির্দোষিতা দাবি করেছেন, অন্যদিকে কারিশমা কাপূরের পরিবার প্রশ্ন তুলছে উত্তরাধিকারের বৈধতা নিয়ে। ফলে, বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবার এখন কার্যত দুই ভাগে বিভক্ত।
এই পরিস্থিতিতেই প্রিয়ার পোস্ট যেন এক নীরব প্রতিবাদ। তার লেখা ও ভিডিও দেখে অনেকেই বলছেন, “প্রেম আর স্মৃতি হয়তো আইনি লড়াইয়ের চেয়ে শক্তিশালী।” সঞ্জয়ের জন্মদিনে তাই পরিবারের বিতর্ক নয়, বরং প্রিয়ার ভালোবাসা ও স্মরণই এখন আলোচনায়।