বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ক্যাটরিনা-কুশল র প্রথম সন্তান আগমনের অপেক্ষায়

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:১৮, ১৫ অক্টোবর ২০২৫

ক্যাটরিনা-কুশল র প্রথম সন্তান আগমনের অপেক্ষায়

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘরে আসছে প্রথম সন্তান। সম্প্রতি এক আলাপচারিতায় ভিকি নিজেই জানিয়েছেন, তারা এখন অর্থাৎ সন্তান আগমনের দিন একেবারে কাছেই।

ইউভা প্ল্যাটফর্মের এক সাক্ষাৎকারে ভিকি কৌশল বলেন, “আমি এখন শুধু বাবা হওয়ার অপেক্ষায়। এটা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, খুবই উত্তেজনাপূর্ণ সময় যাচ্ছে। আর মনে হচ্ছে, আমি তো বাড়ি থেকেই বের হব না।”

এ বছরের সেপ্টেম্বরে দু’জনে তাদের প্রথম সন্তানের খবর প্রকাশ্যে আনেন। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি পোলারয়েড ছবিতে দেখা যায়—ক্যাটরিনা কাইফের বেবি বাম্পের ওপর আলতো হাতে রেখেছেন ভিকি। ছবিতে দু’জনের মুখে স্পষ্ট আনন্দ ও প্রশান্তির ছাপ।

ভিকি-ক্যাটরিনার ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। Reddit-এ এক ভক্ত লিখেছেন, “ওরা দারুণ বাবা-মা হবে। ক্যাটরিনা অনেক দিন ধরে নিজের সন্তান চেয়েছিলেন, অবশেষে সেটি পূরণ হতে যাচ্ছে।”

আরেকজন যোগ করেন, “তার বিয়ের সময় যেমন খুশি হয়েছিলাম, এখন আরও বেশি আনন্দ হচ্ছে। তিনি সবসময় নিজের পরিবার চেয়েছিলেন, সময় লেগেছে, কিন্তু অপেক্ষার ফল মিষ্টি।”
অন্য এক ভক্ত মন্তব্য করেন, “আল্লাহ তাদের সন্তান ও ক্যাটরিনাকে সুস্থ রাখুন। আশা করি প্রসব নিরাপদে সম্পন্ন হবে।” কেউ কেউ মজার ছলে লিখেছেন, “ভিকি তো নিজেই এখন গ্লো করছে!”

ভিকির ছোট ভাই, অভিনেতা সানি কৌশলও পরিবারের আনন্দের কথা জানিয়েছেন। ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সবাই খুব খুশি, আবার একটু নার্ভাসও—কী হবে সামনে, সেটা নিয়ে এক ধরনের মিষ্টি উত্তেজনা কাজ করছে।”

সোশ্যাল মিডিয়ায় তাদের গর্ভধারণের ঘোষণা ছিল সরল অথচ আবেগঘন। সাদা টি-শার্ট ও জিনস পরে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল হাস্যোজ্জ্বল মুখে, পাশে ভিকি। বলিউডের এই জুটির প্রেমকাহিনি যেমন সিনেমার মতো সুন্দর, তেমনি তাঁদের জীবনের এই নতুন অধ্যায়ও ভক্তদের কাছে রূপকথার মতো অনুভূত হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন