ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন কিলিয়ান এমবাপ্পের শৈশবের নায়ক—ফুটবলের আকাশের সেই দূর তারা এখন তার বাস্তব জীবনের অনুপ্রেরণা ও পরামর্শদাতা। সময়ের স্রোতে কিশোর বয়সে যে রোনালদোর খেলা দেখে স্বপ্ন দেখতেন এমবাপ্পে, আজ তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ, আলোচনা ও বন্ধুত্বে জড়িত তিনি নিজেই।