বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

দিল্লি টেস্টে কুলদীপ যাদবের রেকর্ডে ইতিহাস

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ২১:১৮, ১৩ অক্টোবর ২০২৫

দিল্লি টেস্টে কুলদীপ যাদবের রেকর্ডে ইতিহাস

ভারতের স্পিন জাদুকর কুলদীপ যাদব দিল্লি টেস্টে একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস লিখেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬.৫ ওভারে ৮২ রানে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই বাঁহাতি লেগ স্পিনার। এটি তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফাইভ-ফার।

এ ইনিংসের মাধ্যমে কুলদীপ হয়ে গেলেন সবচেয়ে দ্রুত পাঁচটি পাঁচ-উইকেট পাওয়া বাঁ-হাতি লেগ স্পিনার। ইংল্যান্ডের কিংবদন্তি জনি ওয়ার্ডলের সঙ্গে এখন তিনি সমান জায়গায়। পার্থক্য হলো—ওয়ার্ডল এই কৃতিত্ব অর্জন করেছিলেন ২৮ টেস্টে, আর কুলদীপ তা করে ফেলেছেন মাত্র ১৫ টেস্টে—যা একেবারেই নজিরবিহীন।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৮ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন কুলদীপ। ভারত তখন পায় বিশাল ২৭০ রানের লিড। প্রথম ইনিংসে ভারত করেছিল ৫ উইকেটে ৫১৮ রান। সেই লিড নিয়েই অধিনায়ক শুভমান গিল প্রতিপক্ষকে ফলো-অন করানোর সিদ্ধান্ত নেন।

যদিও দ্বিতীয় ইনিংসে কুলদীপ ১০৪ রান খরচ করে মাত্র ৩ উইকেট নেন—এটি ছিল তার ক্যারিয়ারে প্রথম ইনিংস যেখানে শতরানের বেশি ব্যয় করে তিনি তিনটি উইকেট পান। তবু তার নিয়ন্ত্রিত স্পেল এবং ধারাবাহিক সাফল্য ভারতীয় বোলিং ইউনিটকে দারুণভাবে সহায়তা করেছে।

ফলো-অন এড়াতে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা লড়লেও ১২০ রানের বেশি লিড পায়নি। চতুর্থ দিনের শেষে ভারত ১ উইকেট হারিয়ে ৬৩ রানে দিন শেষ করেছে। জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন মাত্র ৫৮ রান, হাতে আছে ৯ উইকেট। সব মিলিয়ে কুলদীপের ঘূর্ণিতে দিল্লি টেস্টে ভারতের জয় এখন সময়ের অপেক্ষা।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু