বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

এএফসি এশিয়ান কাপ বাছাই

হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ড্র, এশিয়ান কাপের স্বপ্ন প্রায় শেষ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১:২৬, ১৪ অক্টোবর ২০২৫

হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ড্র, এশিয়ান কাপের স্বপ্ন প্রায় শেষ

শেষ ১৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় হংকং। বাংলাদেশ তখন ০-১ গোলে পিছিয়ে। চারদিকে যখন হতাশা, ঠিক তখনই রাকিবুল হোসেনের গোল এনে দেয় সমতা। কিন্তু জয়ের স্বপ্ন আর পূরণ হয়নি। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে হংকংয়ের মাঠে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছে।

হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের। প্রথম লেগের দেখায় বৃহস্পতিবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারে বাংলাদেশ।

বাছাইপর্বের ‘সি’ গ্রুপের টেবিলে ২ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তলানিতে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। বাছাই পেরুনোর সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে জয় ভীষণ প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে কিছুটা আশার সঞ্চার করলেও পূর্ণতা দিতে পারল না দল।

ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হংকংকে এগিয়ে দেন অধিনায়ক ম্যাট অর। ৭৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকংয়ের অলিভার বেঞ্জামিন, দল নামে ১০ জনে। ৮৪ মিনিটে রাকিবুল হোসেনের প্লেসিং শটে বাংলাদেশ সমতায় ফেরে (১-১)। সমতা নিয়েই শেষ হয় ম্যাচ। 

হংকং ম্যাচে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এনে একাদশে ফেরানো হয় দুই প্রবাসী খেলোয়াড় শামিত সোম ও জায়ান আহমেদকে। রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে ৫ ডিফেন্ডার খেলান কোচ ক্যাবরেরা।

ম্যাচজুড়ে বাংলাদেশ রক্ষণ সামলাতে ব্যস্ত থাকলেও মাঝেমধ্যে পাল্টা আক্রমণে গেছে। ফাহামিদুল পেয়েছিলেন দুই দারুণ সুযোগ, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে খেলোয়ার বদল করে বাংলাদেশ। ম্যাচের ৬৪ মিনিটে জায়ানের বদলে ফাহামিদুল, সোহেল সিনিয়রের বদলে জামালকে মাঠে নামানো হয়। ৮০ মিনিটে মোরসালিনের বদলে নামেন ফয়সাল আহমেদ ফাহিম। আর ৮৭ মিনিটে সেই বদলি খেলোয়ার ফাহিমের ক্রসে ফাহামিদুলের হেড, রাকিবুলের গোলে সমতা। 

হংকংয়ের সঙ্গে ড্র করার পর বাংলাদেশের দাঁড়ালো ৪ ম্যাচে ২ পয়েন্ট। হংকংয়ের পয়েন্ট বেশি, এখনও এখনও শীর্ষে প্রতিদ্বন্দ্বিতায়। পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে বাকি দুই ম্যাচ জিততেই হবে, আর হংকংকে বাকি দুই ম্যাচ হারতে হবে।
বিশ্লেষকরা বলছেন, এই সমীকরণ কাগজে-কলমে সম্ভব হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। তাই বাংলাদেশের এশিয়ান কাপে জায়গা পাওয়ার স্বপ্ন প্রায় শেষ বলেই ধরে নেওয়া যায়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু