এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কের রেশ এবার হকিতে
স্পো্টস ডেস্ক
প্রকাশ: ২২:৫৫, ১৩ অক্টোবর ২০২৫

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ‘হ্যান্ডশেক বিতর্ক’-এর এক সপ্তাহ পার হলেও তার রেশ এখন ছড়িয়ে পড়েছে অন্য ময়দান—হকিতে। মঙ্গলবার মালয়েশিয়ার জোহার বাহরুতে অনুষ্ঠিতব্য সুলতান অফ জহর কাপ-এর হকি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এর আগেই নিজেদের খেলোয়াড়দের জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)।
ফেডারেশনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, “ভারতীয় খেলোয়াড়রা যদি ম্যাচের আগে বা পরে করমর্দন না করে, সেটিকে গুরুত্ব না দিতে। বিষয়টি উপেক্ষা করে খেলা চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো পরিস্থিতিতেই যেন ঝামেলা বা বিতর্কে জড়ানো না হয়, এ বিষয়ে সবাইকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
ফেডারেশনের বার্তা অনুযায়ী, খেলোয়াড়দের মাঠের বাইরের কোনো ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র ম্যাচে ফোকাস রাখতে বলা হয়েছে। পাকিস্তান হকি ফেডারেশনের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো—ভারত-পাকিস্তান ম্যাচে যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে ক্রীড়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়।
উল্লেখ্য, সম্প্রতি এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন ভারতের সূর্যকুমার যাদবসহ জাতীয় দলের খেলোয়াড়রা। তিনটি ম্যাচেই একই অবস্থান বজায় রাখে ভারতীয় দল। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করে। এমনকি পিসিবি এক পর্যায়ে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছিল, যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
পাকিস্তানের বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির পর বোর্ডের আর্থিক সংকটের কারণে বড় ধরনের জরিমানার আশঙ্কায় তারা এমন সিদ্ধান্ত থেকে সরে আসে। পিসিবির প্রধান সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, “আমার দেশের সম্মানের থেকে বেশি আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ নয়।”
এশিয়া কাপে দুই দেশের মধ্যে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান—কোনো ম্যাচেই হয়নি করমর্দন।
এবার সেই বিতর্কের ছায়া নেমে এসেছে হকির ময়দানে। ভারত-পাকিস্তান জুনিয়র হকি দল মুখোমুখি হওয়ার আগে তাই ‘হ্যান্ডশেক কাণ্ড’-এর পুনরাবৃত্তি ঠেকাতে পাকিস্তান হকি ফেডারেশনের এই আগাম সতর্কবার্তা আন্তর্জাতিক ক্রীড়া মহলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।