‘চুল গায়েবে’ ক্ষুব্ধ ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯:৫১, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৩৬, ১৫ অক্টোবর ২০২৫

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ট্রাম্পের ছবি। ছবি: সংগৃহীত
‘টাইম’ সাময়িকীর সর্বশেষ প্রচ্ছদের ছবি নিয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিতে নিজের চুল ‘গায়েব’ করে দেওয়া হয়েছে এবং এটি ‘সর্বকালের সবচেয়ে বাজে ছবি’ বলে উল্লেখ করেছেন তিনি।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, “ওরা আমার চুল গায়েব করে দিয়েছে। আর মাথার ওপর এমন কিছু বসিয়েছে, যা দেখতে যেন একটা ছোট্ট ভাসমান মুকুটের মতো! খুবই অদ্ভুত! আমি কখনো নিচ থেকে তোলা ছবি পছন্দ করিনি। কিন্তু এটা এতটাই বাজে ছবি, যে এবার মুখ খুলতেই হলো।”
যে ছবি নিয়ে ট্রাম্পের এত ক্ষোভ, সেই টাইম ম্যাগাজিনের কভারস্টোরির শিরোনাম ছিল ‘His Triumph’ বা ‘তার বিজয়’। এটি ছিল ১১ অক্টোবর সংখ্যা। যেখানে ট্রাম্পের নেতৃত্বে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ‘একটি কূটনৈতিক সাফল্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই চুক্তির আওতায় গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে, পাল্টাপাল্টি হিসেবে ফিলিস্তিনি বন্দিদেরও মুক্তি দেওয়া হয়।
টাইম ম্যাগাজিনের ওপর অবশ্য ট্রাম্পের ক্ষোভ নতুন নয়। এর আগেও ২০২৫ সালের ফেব্রুয়ারিতে টাইমের একটি প্রচ্ছদে ইলন মাস্ককে হোয়াইট হাউজের ‘রিজলিউট ডেস্ক’-এ বসানো হয়েছিল, যা নিয়ে তখনও ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “টাইম ম্যাগাজিন এখনো টিকে আছে? আমি তো জানতামই না!” তবে সেসময় মাস্কের কাজের প্রশংসা করেছিলেন তিনি।
টাইম ম্যাগাজিনের ছবির প্রসঙ্গ আনতে গিয়ে ট্রাম্প তার নোবেল না পাওয়ার কষ্টটাও শেয়ার করেন। ট্রাম্প দাবি করেন, “আমি বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ বন্ধ করেছি। আমার শান্তিপূর্ণ উদ্যোগের জন্য অবশ্যই নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য ছিল।”