তাইওয়ান ইস্যুতে ৬০ হাজার মানচিত্র জব্দ চীনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:১৬, ১৫ অক্টোবর ২০২৫

তাইওয়ানের স্বশাসিত দ্বীপকে ভুলভাবে চিহ্নিত করার অভিযোগে ৬০ হাজার মানচিত্র জব্দ করেছে চীন। দেশটির কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এসব মানচিত্রে তাইওয়ানকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছিল, যা বেইজিংয়ের দৃষ্টিতে গুরুতর “রাজনৈতিক ভুল”। শুধু তাই নয়, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত নাইন-ড্যাশ-লাইন চিহ্নও মানচিত্রগুলো থেকে বাদ ছিল—যা চীনের দাবি করা সামুদ্রিক সীমানা নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রতীক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাতিল করা মানচিত্রগুলোর অনেকগুলোতেই চীন ও জাপানের মধ্যবর্তী সমুদ্রসীমা অনির্দিষ্ট ছিল। চীনা কর্তৃপক্ষের মতে, এসব ত্রুটি “জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি।”
বেইজিং দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। যদিও তাইওয়ান বাস্তবে নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত একটি স্বশাসিত দ্বীপ। চীন বহুবার ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও দ্বীপটি “একত্রীকরণে” তারা পিছপা হবে না।
এদিকে দক্ষিণ চীন সাগরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফিলিপাইন সরকার অভিযোগ করেছে, তাদের একটি সরকারি নৌযানে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে চীনা জাহাজ এবং জলকামান ব্যবহার করেছে। আন্তর্জাতিক মহল বলছে, দক্ষিণ চীন সাগরে এমন উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে।