চার্লি ক্রিকের মৃত্যু নিয়ে কটাক্ষ
ছয় বিদেশির ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৩৯, ১৫ অক্টোবর ২০২৫

কনজারভেটিভ রাজনীতিবিদ চার্লি ক্রিকের মৃত্যু নিয়ে কটাক্ষের জেরে ছয় বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এক্স (পূর্বতন টুইটার)-এ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, “যারা মার্কিন নাগরিকদের মৃত্যু কামনা করে, তাদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্র বাধ্য নয়।” একই সঙ্গে যারা ক্রিকের মৃত্যু উদযাপন করেছে, তাদের শনাক্ত করা হচ্ছে বলেও সতর্ক করা হয়।
আল জাজিরার অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রকাশিত স্ক্রিনশটে দেখা যায়, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ব্রাজিল ও প্যারাগুয়ের কয়েকজন নাগরিকের মন্তব্যকে কেন্দ্র করেই পদক্ষেপ নিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। এ ছাড়া আর্জেন্টিনার এক নাগরিক লিখেছেন, “ক্রিক তার জীবনের প্রতিটি মুহূর্তে বর্ণবাদ, বিদেশি বিদ্বেষ ও নারী বিদ্বেষ ছড়িয়েছেন। তার নরকে যাওয়া উচিত।”
উল্লেখ্য, ৩১ বছর বয়সী চার্লি ক্রিক ছিলেন কনজারভেটিভ ছাত্র সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ–র সহ–প্রতিষ্ঠাতা। ২০২৪ সালের মার্কিন নির্বাচনে তরুণ ভোটারদের ডোনাল্ড ট্রাম্পের পক্ষে টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মৃত্যুর পর মঙ্গলবার তাকে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই ক্রিকের সমালোচকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।