সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, চাঁদের গতিপথ ও সূর্যাস্তের সময় নির্ণয়ের ভিত্তিতে এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।