আধুনিক আলোকবিদ্যার জনক ইবনে আল-হাইসাম। তার পুরো নাম আবু আলি আল-হাসান ইবনে আল-হাইসাম। তিনি ৯৬৫ খ্রিস্টাব্দে ইরাকের বসরায় জন্মগ্রহণ করেন। মুসলিম বিজ্ঞানীদের স্বর্ণযুগে তিনি ছিলেন অন্যতম প্রধান আলোকবর্তিকা, যিনি শুধু আলোকবিজ্ঞান নয়, বরং পদার্থবিদ্যা, গণিত, জ্যোতির্বিদ্যা ও দর্শনের বিভিন্ন শাখায় যুগান্তকারী অবদান রেখে গেছেন। পশ্চিমা জগতে তাকে বিকৃত করে ‘আলহাজেন’ নামে পরিচিত করা হলেও প্রকৃতপক্ষে তিনি ছিলেন আধুনিক বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতির প্রতিষ্ঠাতা এবং আলোকবিজ্ঞানের জনক।