রোহিঙ্গা ক্যাম্পে ইমামদের প্রশিক্ষণ দেবে দিয়ানাত ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫৪, ৭ অক্টোবর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে ইমামদেরকে প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও নির্দেশনা অনুসরণে এই প্রশিক্ষণ পরিচালিত হবে।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন-এর সঙ্গে দিয়ানাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশন ও দিয়ানাত ফাউন্ডেশন-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।
ধর্ম উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ। বাংলাদেশের উন্নয়নে তুরস্কের অবদান প্রশংসনীয়। বিশেষ করে মানবিক সহায়তা ও ধর্মীয় শিক্ষা উন্নয়নে তাদের ভূমিকা অনুকরণীয়।” তিনি বাংলাদেশে চলমান বিভিন্ন ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।
দিয়ানাত ফাউন্ডেশনের প্রতিনিধি দলের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান বলেন, “বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমরা গর্ববোধ করি। রোহিঙ্গা ক্যাম্পের মসজিদভিত্তিক ইমামদের প্রশিক্ষণ, তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও পরিবেশ উন্নয়নে আমরা ইসলামিক ফাউন্ডেশনের গাইডলাইন অনুসরণ করব।”
তিনি আরও জানান, বাংলাদেশের অন্যান্য জেলাতেও মানবসেবামূলক প্রকল্পে অংশ নিতে দিয়ানাত ফাউন্ডেশন আগ্রহী। এ বিষয়ে তিনি ধর্ম উপদেষ্টার সার্বিক সহায়তা কামনা করেন।
ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন দিয়ানাত ফাউন্ডেশনকে কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানান এবং সব ধরনের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন ও দিয়ানাত ফাউন্ডেশনের মধ্যে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন করার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুস সালাম খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, দিয়ানাত ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া-প্যাসিফিক সমন্বয়কারী এবং তুরস্ক দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।