রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন
একশনএইড বাংলাদেশের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে রোহিঙ্গা নারী ও কিশোরী মেয়েদের ভয়াবহ সুরক্ষা সংকট। যৌন হয়রানি, বাল্যবিবাহ ও বহুবিবাহ আজ ক্যাম্পজীবনের ‘স্বাভাবিক’ ঘটনায় পরিণত হয়েছে। অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক (৪৮%) মনে করেন—পুরুষ ও কিশোরদের জন্য জরুরি কাউন্সেলিং কর্মসূচি চালু করা দরকার।