জামায়াত অনড়—পিআর না থাকলে জুলাই সনদে স্বাক্ষর করবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:২৬, ১৬ অক্টোবর ২০২৫

জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না করা হলে সনদে স্বাক্ষর করবে না বলে ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্ব। দলের সেক্রেটারি-জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক সেমিনারে এই বক্তব্য জানান।
গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদে উভয় কক্ষে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন এবং তা জনগণের কাছে গণভোটে ছেড়ে দিন। যদি জনগণ গণভোটে এটা গ্রহণ করে, মেনে নেওয়া হবে; না হলে সেটাও গ্রহণ করা হবে — কিন্তু জনগণের মতামত না নিয়ে উপেক্ষা করা হবে কীভাবে?” তিনি দাবি করেন, এখন পর্যন্ত সনদ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তি হয়নি; এসব আলোচনার মাধ্যমে সমাধান হলে জামায়াত সই অনুষ্ঠানে উপস্থিত হতে কোনো আপত্তি করবে না।
তিনি বলেন, এক দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করায় সরাসরি সমস্যা থাকতে পারে; তাই সংবিধানগত পরিবর্তন ও গণভোট দুʼটির সময়সীমা ও পদ্ধতি আলাদা রাখা জরুরি। গোলাম পরওয়ার আরও অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের দু-একজন উপদেষ্টা মূল প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে গোপনে সম্পর্ক রেখে বিভ্রান্তিকর কার্যক্রম চালাচ্ছেন; প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
জামায়াতের এই অবস্থান আগামী নভেম্বরে সম্ভাব্য গণভোট এবং জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে — বিশেষ করে পিআর-ভিত্তিক বিতর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুনভাবে জোরালো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা ও অন্যান্য রাজনীতিকদের মধ্যে যে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে, তা সনদের ভবিষ্যৎ ও পরবর্তী নির্বাচনী সূকর্যের ওপর সরাসরি প্রভাব ফেলবে।