যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর প্রকাশ করেছে বহুল আলোচিত ট্রাফিকিং ইন পারসনস (টিআইপি) রিপোর্ট ২০২৫। সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এই প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশকে আবারও টিয়ার-২ পর্যায়ে রাখা হয়েছে। ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশ এই অবস্থানে রয়েছে। এর অর্থ, বাংলাদেশ মানবপাচার দমন সংক্রান্ত ন্যূনতম মান পুরোপুরি পূরণ করতে পারেনি, তবে তা অর্জনের জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।