‘রেকর্ড দামে বিক্রি হলো মঙ্গোলিয়ান বাজপাখি
সৌদি প্রদর্শনীতে ৬ লাখ ৫০ হাজার রিয়ালে বিক্রি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৫৯, ৮ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক সৌদি ফ্যালকন ও হান্টিং এক্সিবিশন ২০২৫-এ এক বিরল প্রজাতির মঙ্গোলিয়ান বাজপাখি বিক্রি হয়েছে রেকর্ড দামে। সোমবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত নিলামে এক পরিণত “হুর করনাস” (বাজপাখি ৬ লাখ ৫০ হাজার সৌদি রিয়ালে (প্রায় ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার) বিক্রি হয়েছে।
একই প্রদর্শনীতে আরও একটি অল্পবয়সী “হুর ফারখ”বাজপাখিও বিক্রি হয়েছে ১ লাখ ২৮ হাজার রিয়ালে। মোট দুইটি বাজপাখি বিক্রি থেকে আয় হয়েছে ৭ লাখ ৭৮ হাজার রিয়াল।
মঙ্গোলিয়ান বাজপাখির বিশেষত্ব
প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌদি ফ্যালকন ও হান্টিং এক্সিবিশনে মঙ্গোলিয়ান বাজপাখির জন্য আলাদা জোন বরাদ্দ করা হয়। এই বিশেষ প্রজাতি পূর্ব এশিয়ার মঙ্গোলিয়া থেকে আনা হয় এবং আকার, ডানার প্রসারতা ও সহনশীলতার কারণে শিকারপ্রেমীদের কাছে এর আলাদা কদর রয়েছে।
মঙ্গোলিয়ান বাজপাখি সাধারণত সাদা থেকে গাঢ় বাদামী বিভিন্ন রঙে দেখা যায়। প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকা ও দ্রুত প্রশিক্ষণ নেওয়ার ক্ষমতার কারণে এই প্রজাতিটি অপেশাদার থেকে পেশাদার শিকারিদের মধ্যেও সমানভাবে জনপ্রিয়।
রেকর্ড ভাঙার নিলাম
প্রদর্শনীর আয়োজকরা জানান, এই নিলামই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া মঙ্গোলিয়ান বাজপাখির রেকর্ড স্থাপন করেছে। শুরুতে ১ লাখ রিয়াল দর থেকে বিডিং শুরু হলেও, প্রতিযোগিতামূলক দরবৃদ্ধির মধ্য দিয়ে দাম ৬ লাখ ৫০ হাজারে পৌঁছায়।