বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

রান্নাঘরে রক্তাক্ত, অপরজন ঝুলন্ত অবস্থায় উদ্ধার

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ২০:৫১, ১৫ অক্টোবর ২০২৫

রান্নাঘরে রক্তাক্ত, অপরজন ঝুলন্ত অবস্থায় উদ্ধার

মালয়েশিয়ার মেলাকা প্রদেশের আলোর গাজাহ জেলার দুরিয়ান তুংগাল এলাকার একটি বাড়ি থেকে দুই বাংলাদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানায়, মেলাকা রাজ্য পুলিশের প্রধান জুলখাইরি মুখতার জানিয়েছেন, নিহত দুই বাংলাদেশির বয়স যথাক্রমে ৩১ ও ৪২ বছর। তারা উভয়েই নির্মাণশ্রমিক এবং একই বাড়িতে বসবাস করতেন।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, প্রথম ব্যক্তির মরদেহ রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। অপর ব্যক্তিকে অন্য কক্ষে ছাদের পাখায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে দুটি ছুরি ও একটি দা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক ঈর্ষার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের মধ্যে একজনের ইন্দোনেশীয় স্ত্রীকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। জানা গেছে, ওই নারী প্রায় দুই সপ্তাহ আগে তিন মাস বয়সী সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান।
তদন্তে আরও জানা যায়, ওই বাড়িতে আরও একজন বাংলাদেশি শ্রমিক থাকতেন, যিনি ঘটনার সময় কর্মস্থলে ছিলেন। তিনি ফিরে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। পরে প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দেন।

মেলাকা রাজ্য পুলিশ প্রধান বলেন, “ঘটনার পেছনের মূল কারণ হিসেবে ঈর্ষাকেই আমরা বিবেচনা করছি।” মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে তদন্তাধীন।

তিনি আরও জানান, কেউ যদি এ ঘটনার বিষয়ে তথ্য জানেন, তারা যেন দ্রুত নিকটস্থ থানায় বা তদন্ত কর্মকর্তা এএসপি নোরেহান ওমার-এর সঙ্গে যোগাযোগ করেন।

? যোগাযোগ: আলোর গাজাহ জেলা পুলিশ সদর দপ্তর — ০৬-৫৫৬২২২২

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন