চাকসু ভোটে নানা অনিয়মের অভিযোগ ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের
চবি প্রতিনিধি
প্রকাশ: ২১:৫৪, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ এনেছে বাম শিক্ষার্থীদের প্যানেল ‘বৈচিত্র্যের ঐক্য’। প্যানেলটি এসব অনিয়মের বিচার ও তদন্ত দাবি করেছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে প্যানেলটি তাদের নানা অভিযোগ উত্থাপন করে। তবে ভোট বর্জন না করার কথা বলেন প্যানেল প্রার্থীরা।
এসময় এই প্যানেলের ভিপি পদপ্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন, ”দুপুরের পরে বেশ কিছু ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যেগুলো এই নির্বাচনকে নানাভাবে কলঙ্কিত করেছে। আমরা দেখছি যে, এখানে ভোটের সময়ে যে কালি আমাদের আঙুলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেটি হল একটি মোচনীয় কালি। অর্থাৎ এখানে অমোচনীয় কালি ব্যবহার করা হচ্ছে না। মানে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই এই কালি আসলে মুছে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা লক্ষ্য করছি যে যখন ভোট নেওয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্রে, সেখানে ভোটারদের সিগনেচার নেওয়া হচ্ছে না। যে কারণে একই ব্যক্তি একাধিক ভোট দানের যে সুযোগ তৈরি হচ্ছে, আমরা মনে করছি তার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যবসায় প্রশাসন অনুষদের ৩৫৩ নম্বর কক্ষে একই আইডি দিয়ে দুইবার ভোটদান, নতুন কলা ভবনের একটি কক্ষে সাংবাদিকদের ঢুকতে না দেওয়া, নতুন কলা ভবনের এলইডি ডিসপ্লে ভেঙে ফেলা, ভোট গণনার সময় পোলিং এজেন্টদেরকে থাকতে না দেওয়ার হুমকির ঘটনা ঘটেছে।
ধ্রুব বলেন, “এই যে নানাভাবে অস্থিতিশীলতা আসলে তৈরি করা হচ্ছে, এটার দায় চাকসু নির্বাচন কমিশনকে নিতে হবে এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সেই অভিযোগগুলোকে মীমাংসা করতে হবে।”