৪টার মধ্যে কেন্দ্রে থাকলেই ভোটগ্রহণ
চবি প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৫, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন চারটায় শেষ হচ্ছে। যদিও নির্বাচনের ভোট শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়, কিন্তু শুরু হয়েছে সাড়ে ৯টায়। আর দৃষ্টিহীন ভোটাররা ভোট দিতে পারছেন বেলা সাড়ে ১১টা থেকে।
শিক্ষার্থীরা ভেবেছিলেন ভোটের সময় কিছুটা বাড়তে পারে। কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে ভোট চারটা পযন্তই চলবে।
এব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “ধীর গতিতে হোক আর যাই হোক; আমরা বলেছি, ৪টা পর্যন্ত কেন্দ্রের চৌহদ্দিতে যদি থাকে—যতক্ষণ পর্যন্ত ভোট নিতে হয়, ততক্ষণ পর্যন্ত আমরা ভোট নেব।”
ভোট গ্রহণে বিলম্ব হওয়ার কারণ কী, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা লেইট হয় নাই। অনেক জায়গাতে শুরু হয়েছে। কোন কোন জায়গাতে লেইট হয়েছে। আপনারা জানেন প্রস্তুতি, পরিবহনসহ অনেক কিছু আছে।”
বিজ্ঞান অনুষদ ভবনে ব্যালট বাক্সে স্বাক্ষরহীন ১২টি ব্যালট মিলেছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অধ্যাপক মনির বলেন, “ওখানকার রিটার্নিং অফিসার জানিয়েছেন, উনি শুরুতে যে ব্যালট দিয়েছেন ওই ব্যালটে সাইন করেন নাই।
“আমি এখন সিদ্ধান্ত দিয়েছি, সেটা হচ্ছে একটা রেজল্যুশন করা যে এই বাক্সগুলোর মধ্যে ১২টা ভোট আছে, যেটার মধ্যে স্বাক্ষর নাই; সেই রেজল্যুশনে পোলিং, রিটার্নিং ও প্রিজাইডিং অফিসার সেখানে যারা আছেন—সবাই সাক্ষর করবেন। এবং ওই বাক্সগুলো যখন আমরা যাচাই করব, সেখানে ১২টা ভোট স্বাক্ষর ছাড়া আছে, সেটা জানা থাকলে আর কনফিউশনের জায়গা থাকবে না।”