চাকসু নির্বাচনে শিক্ষার্থীদের জন্য বিশেষ শাটল ট্রেন ও বাস সার্ভিস
চবি প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫১, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোটদানের সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ পরিবহন ব্যবস্থা নিয়েছে। বুধবার সকাল থেকেই শত শত শিক্ষার্থী শাটল ট্রেন ও বাসে করে ক্যাম্পাসে পৌঁছাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১১ জোড়া শাটল ট্রেন ও ১৫ জোড়া বাস সার্ভিস চালু রাখা হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন, যাদের প্রায় দুই-তৃতীয়াংশ শহরের বাইরে থাকেন। ফলে তাদের অংশগ্রহণ নিশ্চিতে এই অতিরিক্ত পরিবহন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম শাটল ট্রেন সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। পরবর্তী ট্রেনগুলো সকাল ৮টা, সাড়ে ৯টা, সোয়া ১০টা, বেলা সাড়ে ১১টা, দুপুর ১২টা, দুপুর আড়াইটা, বিকেল সাড়ে ৩টা, বিকেল ৫টা, রাত সাড়ে ৮টা ও রাত ৯টায় ক্যাম্পাসে পৌঁছাবে। ফিরতি ট্রেনের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে সকাল ৮টা ৪০ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ১১টি ট্রেন রুটে।
অন্যদিকে বাস সার্ভিসেও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। সকাল ৯টায় নিউ মার্কেট ও ষোলশহর শপিং কমপ্লেক্স থেকে ১০টি বাস বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছাড়ে, আর সকাল ১০টায় আরও পাঁচটি বাস যাত্রা করে। বিকেলে ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন গন্তব্যে পাঁচটি করে বাস ফেরত যাবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন প্রার্থী রয়েছেন।
ভোটার উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।