শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

সাফিয়া সাথীর ফিউশন কালেকশন

শারদীয় পূজায় ফ্যাশনে নতুন উন্মাদনা

ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ১৩:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২২:০৪, ২০ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় পূজায় ফ্যাশনে নতুন উন্মাদনা

শারদ মানেই শুধু দুর্গোৎসব নয়, বাঙালির হৃদয়ে এক গভীর আবেগ আর অনাবিল আনন্দের নাম। শরতের এই রঙিন সময়ে ঘরে ঘরে সাজগোজ আর উৎসবের আবেশ ছড়িয়ে পড়ে। আর এই আনন্দকে বহুগুণ বাড়িয়ে তোলে নতুন ডিজাইনের পোশাক।

ফিউশনধর্মী পোশাকের ছোঁয়া

ডিজাইনার সাফিয়া সাথীর এবারের কালেকশনে মিলেছে ঐতিহ্য আর আধুনিকতার চমৎকার মেলবন্ধন। তিনি বলেন, “বর্ষার পরপরই শরতের আগমন। প্রকৃতি যেমন শীতলতা থেকে রোদ্রজ্জ্বল হয়ে ওঠে, তেমনি মানবদেহও নতুন ঋতুর সঙ্গে মানিয়ে নিতে চায় আরামদায়ক পরিধেয়। তাই এবারের কালেকশনে রাখা হয়েছে দেহবান্ধব কাপড় ও স্বস্তিদায়ক রঙ।”

পোশাকের বৈচিত্র্য

উৎসবপ্রেমী বাঙালির জন্য কালেকশনে রয়েছে—

বাহারি ডিজাইনের শাড়ি

আভিজাত্যের ছোঁয়া সালোয়ার-কামিজ

উৎসবের আবহে মানানসই পাঞ্জাবি

আধুনিক রুচির গাউন ও কুর্তি

তরুণীদের জন্য ফ্যাশনেবল টপস

প্রতিটি পোশাকেই ব্যবহৃত হয়েছে কটন, সিল্ক, মসলিনসহ নানা আরামদায়ক কাপড়। সূক্ষ্ম হাতের কাজ, হালকা রঙ এবং আধুনিক কাটপিসে সাজানো হয়েছে প্রতিটি পোশাককে।

উৎসবের আভিজাত্য

শারদীয় পূজার আনন্দে পরিবার, বন্ধু আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো যেমন জরুরি, তেমনি নিজেকে সাজানোও উৎসবের এক বড় অংশ। সাফিয়া সাথীর কালেকশনের পোশাকগুলো তাই শুধু পরিধান নয়, বরং উৎসবের আমেজকে আরও ঝলমলে করে তোলার এক অনন্য অনুষঙ্গ।

আরও পড়ুন