যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী বিচারক
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২০:৪৮, ১৫ নভেম্বর ২০২৫
আজমেরি হক। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশে জন্ম নেওয়া মার্কিন নাগরিক আজমেরি হক।
৪১ বছর বয়সী এই আইনজীবী ৪ নভেম্বরের নির্বাচনে ফ্র্যাঙ্কলিন কাউন্টি মিউনিসিপ্যাল কোর্টের বিচারপতি পদে বিজয়ী হন। বর্তমানে দায়িত্ব পালনকারী বিচারপতি জেমস গ্রিন দীর্ঘ তিন দশকের কর্মজীবন শেষে ২০২৫ সালের শেষে অবসরে যাবেন। তার স্থলেই বিচারকের দায়িত্ব গ্রহণ করবেন আজমেরি হক।
তিনি শৈশবে পরিবারসহ বাংলাদেশ থেকে নিউইয়র্কে পাড়ি জমান। পরে কোলম্বাসে স্থায়ী হন এবং সেখানেই নিজেকে আইনজীবী গড়ে তোলেন। আইনচর্চার পাশাপাশি তিনি সক্রিয় থাকেন বিভিন্ন সামাজিক ও নাগরিক উদ্যোগে। তার নির্বাচিত হওয়ার বিষয়টি ওহাইওর বিচার ব্যবস্থায় বৈচিত্র্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে স্থানীয় বিশ্লেষকরা জানিয়েছেন।
বছরের শুরুতেই জানা যায়, তিনি প্রার্থী হচ্ছেন। তখনই বিষয়টি স্থানীয় গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। মার্চ মাসে দ্য কোলম্বাস ডিসপ্যাচ তার ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তার জীবনের পথচলা এবং এই বিচারপতি পদে প্রার্থীতার গুরুত্ব তুলে ধরা হয়।
আজমেরি হক আগামী ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তার নির্বাচনকে স্থানীয় মুসলিম সম্প্রদায় ও অভিবাসী সমাজের প্রতিনিধিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
