১৬ আগস্ট—ইতিহাসের পাতায় অনন্য এক দিন। এই দিনে বিশ্বজুড়ে সংঘটিত হয়েছে বহু তাৎপর্যপূর্ণ ঘটনা, যা মানবসভ্যতার রাজনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক অগ্রযাত্রায় রেখেছে গভীর ছাপ। জব চার্নকের সঙ্গে মোগল শাসকদের ঐতিহাসিক চুক্তি থেকে শুরু করে বলিভিয়ার প্রজাতন্ত্র ঘোষণা, কার্ল মার্কসের ‘ক্যাপিটাল’ সম্পন্ন হওয়া, কলকাতার দাঙ্গা কিংবা সাইপ্রাসের স্বাধীনতা—সবকটি ঘটনাই বহন করে সমৃদ্ধ ঐতিহ্যের সাক্ষ্য। একই সঙ্গে ১৯৭২ ও ১৯৭৫ সালে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে উগান্ডা, সৌদি আরব ও সুদানের স্বীকৃতি পায়, যা কূটনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে। এছাড়া ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে রেবেকা অ্যাডলিংটনের বিশ্ব রেকর্ড গড়ার ঘটনাও এই দিনের গৌরবময় তালিকায় যুক্ত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, ১৬ আগস্টের ইতিহাসে আর কী কী ঘটেছিল।