২৫ সেপ্টেম্বর
ইতিহাসের পাতা থেকে
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০০:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০০:১১, ২৫ সেপ্টেম্বর ২০২৫

২৫ সেপ্টেম্বর তারিখে বিশ্বের নানা প্রান্তে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ১৬৩৯ সালের এই দিনে আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়, যা জ্ঞান ও তথ্য প্রচারে এক যুগান্তকারী পরিবর্তন আনে। আজকের দিনে সংঘটিত কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো—
প্রাচীন ও মধ্যযুগের ঘটনা
১৩৪০ – ইংল্যান্ড ও ফ্রান্স নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষর করে, যা মধ্যযুগীয় ইউরোপে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
১৩৯৬ – দানিউব নদীর তীরে সংঘটিত হয় বিখ্যাত নিকোপোলিসের যুদ্ধ। এতে ইউরোপীয় ক্রুসেডাররা অটোমান বাহিনীর কাছে পরাজিত হয়।
আবিষ্কার ও সমুদ্রযাত্রা
১৪৯৩ – মহান অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা শুরু করেন, সঙ্গে ছিল ১৭টি জাহাজ।
১৫২৪ – পর্তুগিজ নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবার ভারতে আসেন।
বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি
১৬৩৯ – আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়, যা জ্ঞান ও তথ্য প্রচারে এক যুগান্তকারী পরিবর্তন আনে।
১৬৫৪ – ইংল্যান্ড ও ডেনমার্কের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পাদিত হয়।
১৮০৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয়।
১৮৯৭ – প্রথমবারের মতো ব্রিটেনে বাস সার্ভিস চালু হয়।
১৯১২ – কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পাঠ্যক্রম চালু হয়, যা আধুনিক সাংবাদিকতা শিক্ষার পথপ্রদর্শক।
রাজনীতি ও যুদ্ধ
১৯১৭ – কেরেনেস্কির নেতৃত্বে রাশিয়ায় তৃতীয় কোয়ালিশন সরকার দায়িত্ব গ্রহণ করে।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুইজারল্যান্ড পুলিশ আদেশ জারি করে, যাতে ইহুদি শরণার্থীদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়।
আন্তর্জাতিক সম্পর্ক ও বাংলাদেশ
১৯৬৯ – মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠায় ওআইসি (Organization of Islamic Cooperation)-এর চার্টার স্বাক্ষরিত হয়।
১৯৭২ – ভ্যাটিকান সিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৭২ – নরওয়েতে গণভোটে দেশটির কমন মার্কেটে যোগদানের প্রস্তাব নাকচ করা হয়।
১৯৭৪ – জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক বাংলা ভাষণ প্রদান করেন।
ক্রীড়া, সমাজ ও সমকালীন ঘটনা
১৯৭৭ – শিকাগো ম্যারাথনে প্রায় চার হাজার ২০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন।
১৯৯৭ – ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ফিলিস্তিনি নেতা খালেদ মাশালকে হত্যার চেষ্টা করলেও ব্যর্থ হয়।
২০০৩ – জাপানের হোক্কাইদো শহরে ভয়াবহ ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
আজকের দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যুদ্ধ, কূটনীতি, শিক্ষা, প্রযুক্তি, স্বাধীনতা সংগ্রাম ও মানবিকতার নানা দিক। বিশেষ করে বঙ্গবন্ধুর জাতিসংঘে বাংলায় ভাষণ কেবল বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্ব কূটনীতির ইতিহাসেও এক অমূল্য মুহূর্ত হয়ে রয়েছে।