রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

২৫ সেপ্টেম্বর

ইতিহাসের পাতা থেকে

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০০:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০০:১১, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ইতিহাসের পাতা থেকে


২৫ সেপ্টেম্বর তারিখে বিশ্বের নানা প্রান্তে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ১৬৩৯ সালের এই দিনে আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়, যা জ্ঞান ও তথ্য প্রচারে এক যুগান্তকারী পরিবর্তন আনে। আজকের দিনে সংঘটিত কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো—

প্রাচীন ও মধ্যযুগের ঘটনা
১৩৪০ – ইংল্যান্ড ও ফ্রান্স নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষর করে, যা মধ্যযুগীয় ইউরোপে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।

১৩৯৬ – দানিউব নদীর তীরে সংঘটিত হয় বিখ্যাত নিকোপোলিসের যুদ্ধ। এতে ইউরোপীয় ক্রুসেডাররা অটোমান বাহিনীর কাছে পরাজিত হয়।


 আবিষ্কার ও সমুদ্রযাত্রা
১৪৯৩ – মহান অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা শুরু করেন, সঙ্গে ছিল ১৭টি জাহাজ।

১৫২৪ – পর্তুগিজ নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবার ভারতে আসেন।


 বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি
১৬৩৯ – আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়, যা জ্ঞান ও তথ্য প্রচারে এক যুগান্তকারী পরিবর্তন আনে।

১৬৫৪ – ইংল্যান্ড ও ডেনমার্কের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পাদিত হয়।

১৮০৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয়।

১৮৯৭ – প্রথমবারের মতো ব্রিটেনে বাস সার্ভিস চালু হয়।

১৯১২ – কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পাঠ্যক্রম চালু হয়, যা আধুনিক সাংবাদিকতা শিক্ষার পথপ্রদর্শক।


 রাজনীতি ও যুদ্ধ

১৯১৭ – কেরেনেস্কির নেতৃত্বে রাশিয়ায় তৃতীয় কোয়ালিশন সরকার দায়িত্ব গ্রহণ করে।

১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুইজারল্যান্ড পুলিশ আদেশ জারি করে, যাতে ইহুদি শরণার্থীদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়।


আন্তর্জাতিক সম্পর্ক ও বাংলাদেশ

১৯৬৯ – মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠায় ওআইসি (Organization of Islamic Cooperation)-এর চার্টার স্বাক্ষরিত হয়।

১৯৭২ – ভ্যাটিকান সিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

১৯৭২ – নরওয়েতে গণভোটে দেশটির কমন মার্কেটে যোগদানের প্রস্তাব নাকচ করা হয়।

১৯৭৪ – জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক বাংলা ভাষণ প্রদান করেন।


ক্রীড়া, সমাজ ও সমকালীন ঘটনা

১৯৭৭ – শিকাগো ম্যারাথনে প্রায় চার হাজার ২০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন।

১৯৯৭ – ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ফিলিস্তিনি নেতা খালেদ মাশালকে হত্যার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

২০০৩ – জাপানের হোক্কাইদো শহরে ভয়াবহ ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

 আজকের দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যুদ্ধ, কূটনীতি, শিক্ষা, প্রযুক্তি, স্বাধীনতা সংগ্রাম ও মানবিকতার নানা দিক। বিশেষ করে বঙ্গবন্ধুর জাতিসংঘে বাংলায় ভাষণ কেবল বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্ব কূটনীতির ইতিহাসেও এক অমূল্য মুহূর্ত হয়ে রয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু