বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ভেসালিআস থেকে পল অ্যালেন,আজ যাদের মৃত্যুবার্ষিকী

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০০:৪৯, ১৪ অক্টোবর ২০২৫

ভেসালিআস থেকে পল অ্যালেন,আজ যাদের মৃত্যুবার্ষিকী

পল অ্যালেন,মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা

আজকের দিনে ইতিহাসের পাতা থেকে বিদায় নিয়েছিলেন বিশ্বের বিভিন্ন অঙ্গনের একাধিক প্রভাবশালী মানুষ। চিকিৎসা, ধর্ম, রাজনীতি, বিজ্ঞান, সংস্কৃতি—সব ক্ষেত্রেই তারা রেখে গেছেন অনন্য ছাপ।

বিজ্ঞান ও চিকিৎসা জগৎ
১৫৬৪ সালে প্রয়াত হন আন্দ্রে ভেসালিআস, বেলজিয়ান বংশোদ্ভূত বিখ্যাত গ্রিক শারীরস্থানবিদ, চিকিৎসক ও লেখক। আধুনিক মানবশরীরবিদ্যার জনক হিসেবে খ্যাত এই বিজ্ঞানী তার গ্রন্থ ‘দ্য হিউম্যানি করপোরিস ফ্যাবরিকা’ এর মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করেন।
২০০০ সালে মৃত্যুবরণ করেন কনরাড এমিল ব্লচ, পোলিশ বংশোদ্ভূত মার্কিন প্রাণরসায়নী, যিনি কোলেস্টেরল ও ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণ নিয়ে অগ্রণী গবেষণার জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

ধর্ম ও সমাজ সংস্কার
১৯১৮ সালে পরলোকগমন করেন ভারতের সাধক শিরডি সাই বাবা, যিনি হিন্দু-মুসলমান ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। তার শিক্ষা আজও লক্ষ মানুষের কাছে ভক্তির প্রেরণা।
১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন আবুল হুসেন, বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম প্রবক্তা, সমাজসংস্কারক ও প্রখ্যাত লেখক। বাংলার নবজাগরণে তার চিন্তা ও লেখনী বিশেষ প্রভাব ফেলেছিল।
১৯৬২ সালে প্রয়াত হন স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবক অতুলচন্দ্র ঘোষ, যিনি পুরুলিয়ার বঙ্গভূক্তি আন্দোলনের মূখ্য সংগঠক এবং লোকসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা।

শিল্প ও সংস্কৃতি
১৯১৭ সালে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিখ্যাত ডাচ নৃত্যশিল্পী মাতা হারি-র, যিনি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।
১৯৭৫ সালে পরলোকগমন করেন প্রখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী দেবীপ্রসাদ রায়চৌধুরী, যিনি ভারতের ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে শিল্পক্ষেত্রে অসামান্য অবদান রাখেন।
২০১৩ সালে প্রয়াত হন সুইডিশ অভিনেতা টমি আন্ডেরসন, যিনি স্ক্যান্ডিনেভীয় চলচ্চিত্রে তার গভীর অভিনয়ের জন্য স্মরণীয়।

রাজনীতি ও নেতৃত্ব
১৯৪৫ সালে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাভাল-এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যুদ্ধাপরাধের দায়ে।
১৯৮৭ সালে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট টমাস সাঙ্কারা-কে হত্যা করা হয় সামরিক অভ্যুত্থানে—তাকে আজও ‘আফ্রিকার চে গেভারা’ বলা হয়।
২০১২ সালে মৃত্যুবরণ করেন কম্বোডিয়ার রাজনীতিক ও প্রথম প্রধানমন্ত্রী নরোদম সিহানুক, যিনি তার দেশের স্বাধীনতা ও রাষ্ট্রীয় ঐক্যের প্রতীক হিসেবে সম্মানিত।

প্রযুক্তি ও আধুনিক উদ্যোগ
২০১৮ সালে প্রয়াত হন পল অ্যালেন, মার্কিন উদ্যোক্তা ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। প্রযুক্তি ও মানবকল্যাণে তার অবদান আজও প্রযুক্তি জগতের অনুপ্রেরণা হিসেবে বিবেচিত।
তাদের জীবন, কর্ম ও ত্যাগ মানবসভ্যতার ইতিহাসে অমলিন হয়ে থাকবে।
সূত্র: সমাজকাল আর্কাইভ ও আন্তর্জাতিক ইতিহাস পঞ্জিকা

আরও পড়ুন