শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

নারীদের কাবাডি বিশ্বকাপ হবে ঢাকায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:৪৪, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৪৯, ১৬ অক্টোবর ২০২৫

নারীদের কাবাডি বিশ্বকাপ হবে ঢাকায়

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে নারীদের কাবাডি বিশ্বকাপ। আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, “তারুণ্যের উৎসবের অংশ হিসেবেই আমরা বিশ্বকাপ আয়োজন করছি। এটি বাংলাদেশের জন্য এক বিশাল মর্যাদার বিষয়। ‘বিউটিফুল বাংলাদেশ’ ভাবনায় আমরা পর্যটন বোর্ডকেও এই আয়োজনে যুক্ত করছি, যাতে জাতীয় খেলা কাবাডিকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করা যায়।”

টুর্নামেন্টে অংশ নেবে— বাংলাদেশ, ভারত, ইরান, জাপান, চায়নিজ তাইপে, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, নেপাল, জার্মানি, নেদারল্যান্ডস, কেনিয়া, উগান্ডা, আর্জেন্টিনা এবং জাঞ্জিবার।

পাকিস্তান ও পোল্যান্ডকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

ফেডারেশন জানায়, আয়োজনে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। এর মধ্যে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন টিকিট বিক্রি থেকে দেবে সাড়ে তিন কোটি টাকা, বাংলাদেশ সরকার দেবে ৫ কোটি টাকা এবং বাকি অর্থ বেসরকারি স্পনসরদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

সোহাগ আরও বলেন, “বিশ্বকাপ আয়োজন কাবাডির উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেব, কারণ অংশগ্রহণকারী সবাই নারী ক্রীড়াবিদ।”

জাতীয় খেলা হিসেবে কাবাডিকে আন্তর্জাতিক মানে তুলে ধরতে এই বিশ্বকাপকে মাইলফলক হিসেবে দেখছে ফেডারেশন। আয়োজকরা বিশ্বাস করেন, এই প্রতিযোগিতা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে ক্রীড়া কূটনীতি বাড়াবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন