অকৃতকার্য মারুফা চ্যালেঞ্জ করবেন ভূগোল পরীক্ষার ফল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:১৯, ১৬ অক্টোবর ২০২৫

জাতীয় নারী ক্রিকেট দলের তরুণ পেসার মারুফা আক্তার এবারের এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল পাননি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি সব বিষয়ে উত্তীর্ণ হলেও ভূগোলে অকৃতকার্য হয়েছেন।
বৃহস্পতিবার ফল প্রকাশের পর বিকেএসপি কর্তৃপক্ষ জানিয়েছে, মারুফার ভূগোল পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হবে। প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
মারুফা নিজেও জানান, ‘ভূগোল পরীক্ষাটা খারাপ যায়নি। তাই কলেজের পক্ষ থেকে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হচ্ছে। আশা করি, সংশোধিত ফলে ভালো কিছু আসবে।’
এদিকে বিকেএসপির সামগ্রিক ফলাফলেও প্রশংসার যোগ্য সাফল্য এসেছে। ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৭ জন পাস করেছেন, পাসের হার ৯৪.২৩ শতাংশ। এর মধ্যে ৬ জন ক্রীড়াবিদ জিপিএ-৫ পেয়েছেন।
সবার শীর্ষে আছেন বাস্কেটবলের শাহরিয়ার, যিনি ‘গোল্ডেন এ প্লাস’ অর্জন করেছেন। অন্যদের মধ্যে রয়েছেন—জয় ইসলাম (টেবিল টেনিস),মাসুম মোস্তফা (অ্যাথলেটিকস),নাভিদ আল হাসান, মেহরাব হাসান ও জান্নাতুল ফেরদৌস এষা (ক্রিকেট)।
অন্যদিকে, ছেলেদের বিভাগে পেসার মারুফ মৃধা পেয়েছেন জিপিএ ৪.২৫, লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি পেয়েছেন ৪.০৮, এবং চোট কাটিয়ে ফেরা রোহানাত দৌল্লাহ বর্ষণও সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
অলিম্পিয়ান সাগর ইসলাম (আর্চারি) জিপিএ ৩.০৮ এবং এশিয়া কাপে স্বর্ণজয়ী আব্দুর রহমান আলিফ পেয়েছেন জিপিএ ৩.৮৩।
হকির বিভাগে পাঁচজনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অনূর্ধ্ব-১৮ দলের ব্যস্ততায় দুজন অংশ নিতে পারেননি। বাকি তিনজন—হুজাইফা ইসলাম, তানভীর হাসান সিয়াম ও তৈয়ব আলী—অংশ নিয়েছেন নিয়মিতভাবে।