শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

জুলাই সনদে পরেও সই করা যাবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:১১, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:০২, ১৬ অক্টোবর ২০২৫

জুলাই সনদে পরেও সই করা যাবে: আলী রীয়াজ

কোনো রাজনৈতিক দল আগামীকাল (শুক্রবার) ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর না করলে তাদের জন্য পরবর্তী সময়েও সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান। এ উপলক্ষে নিরাপত্তার কারণে সংসদ এলাকায় ড্রোন ওড়ানোসহ বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলো সনদের অঙ্গীকারনামা অংশে স্বাক্ষর করবেন। পাশাপাশি কমিশনের সদস্যরাও সই করবেন, আর সর্বশেষে স্বাক্ষর করবেন কমিশনের প্রধান এবং প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে সনদের কপি সরবরাহ করা হবে, যাতে তারা জানতে পারেন—সনদে কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।”

কোনো দল শুক্রবার জুলাই সনদে সই না করলে পরবর্তী সময়ে তারা স্বাক্ষর করতে পারবে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নে, “হ্যাঁ, সুযোগ থাকবে”, সংক্ষিপ্ত জবাবে বলেন আলী রীয়াজ।

তিনি বলেন, “সব দলের স্বাক্ষর একসঙ্গে নিতে পারলে ভালো। তবে কেউ যদি পরে যোগ দিতে চায়, সেটিও সম্ভব। কারণ তারা সনদ প্রক্রিয়ার অংশীদার, শরিক হিসেবেই তারা সেটি করতে পারবে। আমরা চাই সবাই উৎসবমুখর পরিবেশে সই করুক।”

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আরও বলেন, সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি বিস্তারিত পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।

আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা যে মতামত পেয়েছি, তা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। এই আলোচনা ভবিষ্যতেও চলবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের নাগরিকদের আকাঙ্ক্ষা, আত্মত্যাগ ও নিপীড়নের বিপরীতে যে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন, জুলাই সনদ সেই লক্ষ্যেই প্রণীত হয়েছে।”

“আমরা চাই এমন একটি রাষ্ট্র, যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে,” বলেন অধ্যাপক রীয়াজ।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন