শিক্ষকদের দাবিতে অনড়
সরকারের ৫ শতাংশ বাড়িভাড়া প্রস্তাব প্রত্যাখ্যান – এমপিওভুক্তদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৪২, ১৬ অক্টোবর ২০২৫

সরকার এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, যা কার্যকর হবে ১ নভেম্বর থেকে। তবে শিক্ষক সংগঠনগুলো এ প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এ সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, “আমরা এমন এক সময় আছি যখন বাজেট বরাদ্দের প্রক্রিয়া শেষ। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়। ন্যূনতম দুই হাজার টাকার বাড়িভাড়া প্রস্তাব দেওয়া হয়েছে।”
অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী জানান, “এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।”
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন জানান, সরকারের প্রস্তাব অনুযায়ী ৫৫ শতাংশ শিক্ষক প্রায় ১০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন “সেফটি ক্লজ”-এর কারণে। অর্থাৎ ৯০ শতাংশ শিক্ষক কার্যত ৯ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।
তবুও শিক্ষকরা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। উপদেষ্টা আবরার বলেন, “বাজেটের অবস্থা অনুযায়ী এখন পাঁচ শতাংশের বেশি আধা শতাংশও বাড়ানো যাবে না। তবুও আমরা পরবর্তী বাজেটে আরও বৃদ্ধির সুপারিশ করবো।”
সরকার বলছে, শিক্ষকদের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা “বিবেকের বিষয় নয়, বাস্তবতার বিষয়।” তবে শিক্ষক সংগঠনগুলো বলছে, তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না দাবি পূরণ হয়।
অধ্যাপক আবরার আরও বলেন, “আমরা চাই না অবাস্তব আশ্বাস দিয়ে পরবর্তী সরকারের ওপর দায় চাপাতে। তাই এখন ৫ শতাংশ বাস্তবসম্মত বৃদ্ধি কার্যকর করছি। শিক্ষকরা যদি গ্রহণ করেন, প্রজ্ঞাপন নভেম্বর থেকেই জারি হবে।”