শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ভিসায় জাল নথির বিষয়ে সতর্ক করল সুইডিশ দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৪০, ১৬ অক্টোবর ২০২৫

ভিসায় জাল নথির বিষয়ে সতর্ক করল সুইডিশ দূতাবাস

সুইডেনে কাজের ভিসা প্রক্রিয়ায় জাল বা ভুয়া কাগজপত্র জমা দেওয়ার প্রবণতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাস। এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি ও ঢাকার দূতাবাস লক্ষ্য করেছে— অনেকেই চাকরির প্রস্তাব বা নিয়োগপত্র জাল করে ভিসার আবেদন জমা দিচ্ছেন। এতে আবেদনকারীরা প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিতে পড়ছেন।

পোস্টে বলা হয়, “আপনি যে তথ্য পাচ্ছেন, তা নিয়ে সতর্ক থাকুন। মনে রাখবেন, শুধুমাত্র সুইডিশ মাইগ্রেশন এজেন্সি-ই সিদ্ধান্ত নিতে পারে কেউ আবাসিক অনুমতি (রেসিডেন্স পারমিট) পাবে কি না। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা নির্ধারণ করতে পারে না। নিজেকে প্রতারণা থেকে সুরক্ষিত রাখুন।”

এর আগে গত ৬ মে একই ধরনের সতর্কতা দিয়েছিল দূতাবাস। তখন তারা জানায়, ভিসার আবেদনের সঙ্গে অবশ্যই মূল নথি জমা দিতে হবে। কোনো ধরনের জালিয়াতি, ভুয়া বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে তা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করা হবে, এবং আবেদনকারীর তথ্য সব শেনজেন সদস্য দেশের সিস্টেমে চলে যাবে।

নাম লেখার নির্দেশনা দিয়েছে জার্মান দূতাবাস
অন্যদিকে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের উদ্দেশে জানিয়েছে, কারও নামের যদি একটি মাত্র শব্দ থাকে, তবে আবেদনপত্রে নামের “ফার্স্ট নেম” ও “লাস্ট নেম” দুই ঘরেই সেটি লিখতে হবে। দূতাবাসের মতে, এই নিয়ম মেনে না চললে আবেদন প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন