শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ইসরায়েলি হামলায় হুতির সামরিকপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২:০৩, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:২৫, ১৬ অক্টোবর ২০২৫

ইসরায়েলি হামলায় হুতির সামরিকপ্রধান নিহত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি জানিয়েছে, তাদের সামরিক স্টাফ চিফ মোহাম্মদ আল-ঘামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, আল-ঘামারি ও তার কিশোর পুত্র ‘‘ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ’’ করার সময় প্রাণ হারান। বিবৃতিতে তাকে মুজাহিদি আত্মা, গভীর জ্ঞান ও বিস্তৃত অভিজ্ঞতার অধিকারী হিসেবে স্মরণ করা হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি সামরিক অভিযান সূত্রে সানায় আগস্টের শেষের দিকে এক বিমান হামলায় গুরুতর আহত হন আল-ঘামারি; পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওই হামলায় হুতি সরকারের কয়েকজন শীর্ষ নেতাও নিহত হয়েছিলেন বলে রিপোর্ট করা হয়েছিল।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এ ঘটনাকে টিপ্পনী করে বলেছেন, ‘‘সন্ত্রাসের নেতৃত্বে থাকা আরেকজন স্টাফ চিফকে আমরা নির্মূল করেছি।’’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এক বিবৃতিতে বলেছেন, ‘‘যারা আমাদের ক্ষতি করতে চায়, আমরা তাদের প্রত্যেকের কাছে পৌঁছাব।’’

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী গত এক দশক ধরে উত্তর-পশ্চিম ইয়েমেনের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। ২০১৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করার পর দেশটিতে গৃহযুদ্ধের সূচনা হয়। সেসময় থেকে ইয়েমেন রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকেই হুতিরা ফিলিস্তিনিদের পক্ষে লোহিত সাগরে জাহাজ এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। 

হুতি জানায়, আল-ঘামারির মৃত্যুর পর তাদের সামরিক কার্যক্রম থেমে যায়নি; রকেট ও ড্রোন হামলার পরিমাণ কমেনি এবং সামরিক প্রস্তুতি পূর্ণ গতিতে অব্যাহত আছে। তারা আরও বলেছে, ‘‘অপরাধী শত্রুর বিরুদ্ধে আঘাত তীব্র হয়েছে’’ এবং যুদ্ধ চলমান থাকবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন