ঢাকায় জার্মান ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২২:০৮, ১৬ অক্টোবর ২০২৫

জার্মান ভিসা ও নথি সংক্রান্ত আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে— যেসব আবেদনকারীর নাম মাত্র এক শব্দের, তারা আবেদন ফরম পূরণের সময় একই নামটি “First Name” ও “Surname”— উভয় ঘরেই লিখবেন।
দূতাবাস জানিয়েছে, অনেক আবেদনকারী কেবল একটি নাম ব্যবহার করেন, ফলে অনলাইন ফরমে তা প্রযুক্তিগতভাবে সমস্যা সৃষ্টি করে। এই জটিলতা এড়াতে নতুন নিয়ম চালু করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অনলাইন ফরমে উভয় ঘর পূরণ করা বাধ্যতামূলক। তাই যাদের একটিমাত্র নাম আছে, তারা সেই একই নাম দুই জায়গায় লিখলে আবেদনটি বৈধ ও গ্রহণযোগ্য হবে।
সম্প্রতি ভিসা ও ডকুমেন্ট আবেদনে ফরম পূরণের ভুল বেড়ে যাওয়ায়, নিয়ম স্পষ্ট করতে এই নির্দেশনা প্রকাশ করেছে দূতাবাস। ঢাকাস্থ জার্মান দূতাবাস তাদের সামাজিক মাধ্যম পেজে নিয়মিতভাবে ভিসা, নথি ও কনস্যুলার সেবা সংক্রান্ত তথ্য হালনাগাদ করে থাকে।